ad720-90

দিদি’র লাইট অ্যাপ সরিয়ে দিলো আলিপে এবং উইচ্যাট


এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, যারা ইতোমধ্যেই ওই দুটি অ্যাপে সেবাটি ব্যবহার করছেন তারা সেটি চালিয়ে যেতে পারবেন।

আলিবাবা ডটকম-এর মালিক প্রতিষ্ঠান অ্যান্ট-এর আর্থিক লেনদেন সেবা আলিপে এবং টেনসেন্টের মালিকানাধীন অ্যাপ উইচ্যাট।

লাইট-সংস্করণ অ্যাপগুলো মিনি প্রোগ্রাম হিসাবে পরিচিত, যা প্রচলিত মোবাইল অ্যাপ্লিকেশনগুলির চেয়ে ছোট হয়ে থাকে এবং চীনে আলিপে বা উইচ্যাটের মতো মাল্টিফাংশন অ্যাপের ভেতরে থাকে।

চীনে বেশ কিছু অ্যাপ প্রচলিত রয়েছে যারা এক অ্যাপ থেকেই সামাজিক মাধ্যম, টেক্সট, ভয়েস ও ভিডিও যোগাযোগ, ই-কমার্স সাইট থেকে কোনাকাটা, মূল্য পরিশোধ, অন্যান্য আর্থিক লেনদেন সেবার মতো সুবিধা দিয়ে থাকে। এই অ্যাপগুলোকেই সাধারণভাবে মাল্টিফাংশনাল অ্যাপ বলা হয়।

দিদি’র নিজস্ব একটি অ্যাপও আছে। গত সপ্তাহেই চীনের সাইবারস্পেস নিয়ন্ত্রক সংস্থা অ্যাপ স্টোরগুলোকে দিদির অ্যাপ অপসারণের নির্দেশ দেয় এবং দিদি অবৈধভাবে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করার অভিযোগ ওঠার পর প্রতিষ্ঠানটি নতুন ব্যবহারকারী নিবন্ধন বন্ধ করে দিয়েছে।

মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে দিদি, অ্যান্ট এবং টেনসেন্ট তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেননি।

আরও খবর

গ্রাহক ডেটা: নিজ দেশেই অ্যাপ স্টোর থেকে বিদায় দিদি’র অ্যাপ
 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar