ad720-90

[Onioneers Cloud] Telegram থেকে যে কোন লিংক মিরর করুন Drive লিংক এ [ YouTube, Tar File, Torrent, Playlist,+]


হ্যালো , আসসালামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভাল আছেন। আমি সানাউর আসিফ, তো চলুন শুরু করা যাক আজকের টপিক।

Topic : Mirror Any File/Folder from URL to Drive by Telegram

মূলত আপনাকে একটা Telegram গ্রুপে জয়েন হতে হবে প্রথমে।

গ্রুপ এর Owner আমাদের TrickBD এর-ই অথর r1d3x0r ভাই।

তো প্রথমে নিচের লিঙ্ক থেকে Telegram গ্রুপটিতে জয়েন হয়ে নিন।

Message বক্স এ / টাইপ করলে আপনি সকল কমান্ড গুলো দেখতে পারবেন নিচের মত।

/mirror : এই কমান্ডটি ব্যবহার করে যেকোনো ডাইরেক্ট ডাউনলোড লিংক হতে Mirror করা যাবে, এবং টরেন্ট থেকেও Mirror করা যাবে।

/tarmirror : কোনো Folder কে Tar File হিসাবে Upload করা যাবে Mirror হিসাবে।

/unzipmirror : কোনো zip ফাইলকে আনজিপ করে Mirror করে নেওয়া যাবে।

/clone : অন্য ড্রাইভ থেকে Onioneers এর Cloud এর Google Drive এ আপলোড করে নেওয়া যাবে।

/watch : ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে নেওয়া যাবে।

/tarwatch : ইউটিউবের Playlist Tar File আকারে একবারে Mirror করে ডাউনলোড করে নেওয়া যাবে।

আমি এখানে প্রথম কমান্ডটি ব্যবহার করে দেখাচ্ছি।

নিচের স্ক্রীনশটএর মত করে /mirror লিখে একটা স্পেস দেওয়ার পর আপনার ডাইরেক্ট লিংকটি দিয়ে দিবেন।

এবার মেসেজটি সেন্ড করলে নিচের মত দেখতে পাবেন, যেখানে ফাইলটি ডাউনলোড শুরু হয়ে যাবে এবং দেখতেই পাচ্ছেন স্পিড অনেকটা ভালো।

ফাইল ডাউনলোড হওয়ার পরে একইভাবে ফাইলটি অটোমেটিক্যালি ড্রাইভে আপলোড হয়ে যাবে। এবং আপনি নিচের মত Google Drive এর একটা বাটন দেখতে পারবেন।

বাটনে ক্লিক করার পর নিচের মত আপনাকে ডাইরেক্ট ড্রাইভ লিনক এ নিয়ে আসবে। তাহলে, পেয়ে গেলেন Google Drive Mirrored Link

তো , আজকে এই পর্যন্তই ছিল।

কোথাও কোন সমস্যা হলে গ্রুপ এ বলবেন, আশা করি হেল্প পাবেন।

পোস্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন সমস্যা হলে সেটাও কমেন্টে জানাবেন । ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar