ad720-90

সেটিংসে বেশকিছু পরিবর্তন আনল ফেসবুক


নিজেদের সেটিংস মেনু নতুন করে সাজিয়েছে ফেসবুক। ব্যবহারকারীদের আরো সহজ অপশনের মাধ্যমে নিরাপত্তা, গোপনীয়তা ও অন্যান্য সেটিংস খুঁজতে এবং পরিবর্তন করতে দেয়ার লক্ষ্যেই কাজটি করা হয়েছে বলে জানিয়েছে সোস্যাল মিডিয়া জায়ান্টটি। 

এক ব্লক পোস্টে ফেসবুক জানায়, ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে আমরা ফেসবুক সেটিংস পেজকে নতুন করে সাজিয়েছি, যাতে আমাদের টুল সহজে খুঁজে পাওয়া যায়। আগের সব সেটিংস রেখেই আমরা বিন্যাস সুশৃঙ্খল করেছি।

মানুষ যে বিজ্ঞাপন দেখেন সেটির ব্যবস্থাপনা, শেয়ারিং সেটিংস সমন্বয় বা পোস্টের জন্য দর্শক ঠিক করা যা-ই হোক না কেন, কোন জায়গা থেকে শুরু করতে হবে, সে ব্যাপারে বেশি চিন্তা করা উচিত নয় একজন ব্যবহারকারীর।

ফেসবুক নিউজরুমের তথ্য অনুসারে, সেটিংস এখন ছয়টি বড় শ্রেণীতে বিভক্ত। প্রত্যেকটি শ্রেণীতে কয়েকটি করে সংশ্লিষ্ট সেটিংস রয়েছে। বড় ছয় শ্রেণী হলো অ্যাকাউন্ট, প্রেফারেন্সেস, অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, পারমিশন, ইওর ইনফরমেশন ও লিগ্যাল পলিসিস।খবর:বনিকবার্তা





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar