ad720-90

দিল্লি বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি, সতর্ক ভারত


লাস্টনিউজবিডি, ০৮ আগস্ট: নিরাপত্তা বাড়িয়ে সতর্কতা জারি করা হয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় সম্ভাব্য নাশকতা এড়াতে এই বিমানবন্দরে সতর্কাবস্থা জারি করে কর্তৃপক্ষ।

এনডিটিভির খবরে বলা হয়েছে, হামলার হুমকি দিয়ে শনিবার বিমানবন্দরের কন্ট্রোল রুমে একটি ইমেইল আসে।

এতে লেখা ছিল, ‘বিমানবন্দরে হামলার পরিকল্পনা করেছে আলকায়দা। কর্ণবীর সুরী ওরফে মোহাম্মদ জালাল ও তার স্ত্রী শেলী সারদা ওরফে হাসিনা রবিবার সিঙ্গাপুর থেকে দিল্লি আসছেন। আগামী তিন দিনের মধ্যে তারা বিমানবন্দরে বোমা রাখার পরিকল্পনা করেছেন।’

আরও পড়ুন: টিকিট বিক্রিতে বাংলাদেশ রেলওয়ের নতুন সিদ্ধান্তবুধবার থেকে হাইকোর্টের সব বেঞ্চে বিচারিক কার্যক্রম চালু

এই ইমেইল পাওয়ার পরে তদন্তে নামে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ বলেছে, কোথা থেকে এই ইমেইল করা হয়েছে এবং এর পেছনে আদৌ কোনো দূরভিসন্ধি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে জানা গেছে আগেও এই দুইজনের নামে বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে ইমেইল করা হয়। এরপরও দিল্লি পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না। বিমানবন্দরে প্রবেশ ও বাইরের দরজায় অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে। নিরাপত্তায় যাতে কোনো কমতি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।

লাস্টনিউজবিডি

সর্বশেষ

The post দিল্লি বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি, সতর্ক ভারত appeared first on Lastnewsbd.com.



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar