ad720-90

আসুন দেখি টুথপেস্ট দাঁত ছাড়া আর কী কী পরিষ্কার করা যায়


নিউজ টাঙ্গাইল  ডেস্ক: প্রতিদিন দাঁত মাজা ছাড়াও টুথপেস্টের আছে নানা ব্যবহার। শুকনো কাপড়ে অল্প করে টুথপেস্ট নিয়ে চামড়ার জুতায় লাগিয়ে ৫ মিনিট ঘষে নিন। ভেজা কাপড় দিয়ে জুতা মুছে ফেলুন। নিমেষে চামড়ার রঙ ফিরে আসবে।

স্নিকার্স বা কেডসের মাথায় রবারের যে সাদা অংশ থাকে, সেই জায়গাটা পরিষ্কার করতেও টুথপেস্ট কাজে লাগানো যেতে পারে।

বাড়িতে থাকা গয়না অনেকদিন ব্যবহার না হওয়ায় তার উজ্জ্বলতা চলে যেতে পারে। এসব গয়নার উজ্জ্বলতা ফিরিয়ে আনতে টুথপেস্ট দিয়ে পরিষ্কার করুন।

রান্নাঘরে কড়া বা গরম তেলে হাতের লেগে পুড়ে গিয়ে থাকলে সঙ্গে সঙ্গে টুথপেস্ট লাগান, জ্বালা কমবে। টুথপেস্ট চামড়ার পোড়ার যন্ত্রণা কমায়।

কম্পিউটারের ময়লাযুক্ত কিবোর্ডের প্রতিটি বোতামে ভালো করে টুথপেস্ট লাগিয়ে রাখতে পারেন। কিছুক্ষণ রেখে ভেজা কাপড় দিয়ে কিবোর্ডটা মুছে ফেলুন। দেখবেন, একবারে নতুনের মতো দেখতে লাগবে।

হারমোনিয়াম এবং পিয়ানোর ‘কি’ পরিষ্কার করতেও একইভাবে টুথপেস্টকে কাজে লাগাতে পারেন।

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar