ad720-90

পিসিতে যেকোনো ফোল্ডার হাইড করুন ২০২১ টিপস কোনো সফট্ওয়্যার ছাড়া


কেমন আসেন সবাই ? আসাকরি সবাই ভালো আসেন।

আজকে আমরা শিখবো কিভাবে কোনো সফট্ওয়্যার ছাড়াই পিসিতে ফোল্ডার হাইড করা যায়।

এভাবে ফোল্ডার হাইড করার সুবিধা:

  1. আপনার পিসিতে এই ফোল্ডার আর দেখাবে না।এমনকি কোনো সফট্ওয়্যার দিয়েও দেখতে পারবেন না।
  2. আপনার ফোল্ডারের নাম না জানলে কেউ এটা আনলক করতে পারবে না।

ফোল্ডার হাইড করার জন্য প্রথমে আপনি যে ফোল্ডার হাইড করতে চান সেই ফোল্ডারের ওপর মাউস রাখুন।

ফোল্ডার হাইড করার সুবিধা

সাপোজ আমরা Funny ফোল্ডারটি হাইড করবো। এরজন্য আমাদের

উপরে যে বক্সটা দেখতে পারছেন যেখানে সব কেটে দিয়ে Cmd লিখে ইনটার দিতে হবে।

তারপর এরকম একটি পেজ আসবে

পিসিতে যেকোনো ফোল্ডার হাইড

এখানে লিখুন attrib +h +s +r funny [যে ফোল্ডার হাইড করবো সেই ফোল্ডারের নাম] ব্যাস এবার Enter চেপে বেরিয়ে আসুন। Refresh করে দেখুন আপনার ফোল্ডার হাইড হয়ে গেছে।

 

হাইড করা ফোল্ডার ফিরিয়ে আনবেন কিভাবে

হাইড তো করলেন কিন্তুু এবার ফোল্ডার ফিরিয়ে আনবেন কিভাবে। জাস্ট আবার Cmd লিখে Enter দিন। আগের মতে পেজ আসবে এখানে লিখুন attrib -h -s -r funny [Folder Name] এবার Enter Press করে বেরিয়ে আসুন। দেখুন আপনার হাইড করা ফোল্ডার ফিরে এসেছে।

ফোল্ডার ফিরিয়ে আনবেন কিভাবে

এভাবে যেকোনো ফোল্ডার হাইড করতে পারবেন।শতচেষ্টা করেও কেউ ফোল্ডার খুজে পাবে না। আর কোথাও কোনো সম্যসায় পড়লে টিউমেন্টে জানাবেন প্লিজ।

সবাই ভালো থাকবেন,আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে সময়দিয়ে টিউনটা পড়ার জন্য।



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar