ad720-90

আপনার লেখা আর্টিকেলের গ্রামারাটিক্যাল মিস্টেক চেক করুন খুব সহজেই। সাথে থাকছে প্রতি রেফারে ২$ ডলার ইনকাম করার সুযোগ(পেমেন্ট প্রুফ সহ)


 হ্যালো বন্ধুরা 

আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গ্রামার মিস্টেক ঠিক করার ওয়েবসাইট। এখানে আপনারা যেকোনো আর্টিকেল বা লেখার গ্রামার চেক করতে পারবেন এবং তা সংশোধন করতে পারবেন। 

আপনারা যারা ইংরেজিতে ব্লগ লিখেন তারা এটি ব্যাবহার করতে পারবেন অথবা বাংলায় লিখেও ইংরেজিতে ট্রান্সলেট করে এখানে গ্রামার মিস্টেক ঠিক করতে পারবেন। এটি খুবই পাওয়ারফুল এআই। প্রায় ১০০% নির্ভুল। আমি নিজে এটি ব্যাবহার করেছি আমার রাইটিং স্কিল চেক করার জন্য। এই ওয়েবসাইটে গ্রামারের ভুল গুলো ধরার সাথে সাথে ভুলের কারণ ও বলে দিবে। তাছাড়া আপনার বন্ধুকে ইনভাইট করে আমাজন গিফট কার্ড পেতে পারেন।এর জন্য পোস্টটি শেষ পর্যন্ত পরবেন।

প্রথমেই এই ওয়েবসাইটটিতে যান:

রেফার লিংক ছাড়া

এর পর Register For free তে ক্লিক করে আপনার একাউন্ট রেজিস্ট্রার করে নিন এবং ইমেইল ভেরিফাই করুন। 

এবার লগিন করলে সরাসরি ড্যাশবোর্ড এ চলে যাবেন।

এবার নিউ ফাইলে ক্লিক করুন,

সেখানে এডিটর পেজ ওপেন হবে৷ আপনার লেখাটি পেস্ট করুন। যেখানে ভুল রয়েছে সেখানে লাল আন্ডারলাইন উঠবে।

সেখানে ক্লিক করে ঠিক করে নিন।

-আপনি ক্রোম এক্সটেনশন ব্যাবহার করতে পারবেন।

-অটোমেটিক এডিটর ব্যাবহার করতে পারবেন।

-গ্রামার চেক করার পাশাপাশি এখানে স্পেলিং ও চেক করতে পারবেন

-তাছাড়া রয়েছে রাইটিং এডভাইসর যেটা আপনার লেখাকে এনহেসড করতে সাহায্য করবে।

যেভাবে রেফার প্রোগ্রাম:

আপনার ড্যাশবোর্ড থেকে রেফার এ ফ্রেন্ড অপশনটিতে ক্লিক করুন।

এখান থেকে আপনার রেফার লিংকটি কপি করুন

রেফার কন্ডিশন:

১.প্রতি ভ্যালিড রেফারে পাবেন ২ডলার এবং ৫জনকে রেফার করলে পাবেন ১০ডলারের একটি এমাজন ভাউচার। 

২.আপনি একমাসে সর্বোচ্চ ৫০জনকে রেফার করে ১০০ডলারের ভাউচার আদায় করতে পারবেন।

৩.একমাসের সব রেফার ক্যালকুলেট করে পরবর্তী মাসের ১-১০ তারিখের মধ্যে গিফট কার্ডটি ইমেইলের পাঠিয়ে দিবে। মেইলটি পাবেন আপনার প্রাইমারি ইনবক্স বা স্পাম ফোল্ডারে।

৪.আপনাকে অবশ্যই একটিভ ইউসার হতে হবে। প্রতি সপ্তাহে ১বার হলেও সফটওয়্যারটি ব্যাবহার করতে হবে।(পার্সোনাল এক্সপেরিয়েন্স)

পেমেন্ট প্রুফ:

 পেমেন্টটি পেয়েছিলাম মে মাসে। আমি একটা ব্লগার ফরামে কিছু ব্লগার ভাইকে রেফার করি। Paxfull এ ভাউচারটি বিক্রি করতে পারবেন অথবা বাংলাদেশী অনেক ভাই আছে যারা গিফটকার্ড কিনে।

এই ছিল আজকের পোস্ট। কোনো সমস্যা হলে জানাবেন।ধন্যবাদ সবাইকে





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar