ad720-90

কিভাবে Tiktok Account Delete করবেন? শিখে রাখুন


সুপ্রিয় পাঠক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশাকরি ভাল আছেন। কয়েকদিন ধরে খুব ব্যস্ত ছিলাম তাই কোন টিউন করতে পারেনি।

যাইহোক আমি আবারও নিয়ে এলাম আমার আরও একটি নতুন টিউন। আমার এই টিউনের টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছে আজকের টিউনটি কি সম্পর্কে হতে যাচ্ছে।

আজকের টিউনটি আপনাদের অনেকেরই উপকার আসতে পারে। আজকে আমি আমার এই টিউনে দেখাবো কিভাবে আপনি আপনার টিকটক একাউন্ট ডিলিট করবেন।

কিভাবে Tiktok Account Delete করবেন ?

আপনাদের হয়তো অনেক সময় এরকম হতে পারে যে অনেক টিকটক একাউন্ট হয়ে গেছে এখন আপনি সেগুলো ডিলিট করতে চাচ্ছেন কিন্তু ডিলিট করতে পারছেন না। হয়তো আপনি এ বিষয়ে সার্চ করে আমার এই টিউনটি পেয়েছেন। তো বন্ধুরা বলে রাখি আপনি ঠিক করছেন।

আমি আমার এই টিউনে সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদের সুন্দর ভাবে দেখিয়ে দেবো। যার দ্বারা আপনি নিজে আপনার টিকটক একাউন্ট ডিলেট করতে পারবেন শুধুমাত্র আপনার স্মার্টফোনটি দিয়েই। তো বন্ধুরা আমরা এর প্রক্রিয়া গুলো জেনে নিই যে কিভাবে আপনি আপনার টিকটক একাউন্ট ডিলেট করবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

তো বন্ধুরা শুরু করার আগে একটি কথা বলে রাখি, মানুষ মাত্রই ভুল। তাই আমারও ভুল হতে পারে। যদি এই টিউন লেখার সময় আমার কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই টিউনের টিউমেন্টে আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দেবেন। আমি আমার পরবর্তী টিউন থেকে সেগুলো সংশোধন করার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো বন্ধুরা শুরু করা যাক।

আরো জানুনঃ টিকটক থেকে 160 টাকা একদম ফ্রিতে নিয়ে নিন।

Tiktok Account Delete করার পুরো প্রক্রিয়া:

১. প্রথমত আপনি আপনার টিক টক অ্যাপ টি ওপেন করবেন এবং অ্যাপ ওপেন করা মাত্র আপনি আপনার টিক টক অ্যাপ এর নিচে কিছু অপশন দেখতে পাবেন সেই গুলোর মধ্যে একটি আইকন থাকবে জেটিতে মানুষ আকানো থাকবে অর্থাৎ সে আইকন টির নাম হল প্রফাইল। সেখানে আপনি প্রফাইল লেখাটিও দেখতে পারেন। যদি না বুঝতে পারেন তাহলে নিচের স্ক্রীনশটএর মত করে আমি যেখানে দেখিয়ে দিয়েছি সেইখানে প্রথমত ক্লিক করবেন।

Tiktok Account Delete করার পুরো প্রক্রিয়া

২. সেখানে ক্লিক করার পর আপনি আরও একটি ইন্টারফেস দেখতে পাবেন। যেখান থেকে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন তার মধ্যে আপনি উপরেই কিছু অপশন দেখতে পাবেন। সেগুলো থেকে আপনি তিনটি ডট ওয়ালা অপশন এ ক্লিক করবেন। না পারলে নিচের স্ক্রীনশটএর মত করে দেখুন।

Tiktok Account Delete করার পুরো প্রক্রিয়া

৩. তারপর আপনি আবারো আরও একটি ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে অনেকগুলো অপশন থাকবে অর্থাৎ সেখানে আপনার মেনু পেজটি ওপেন হয়ে যাবে এবং আপনি প্রথমে দেখতে পাবেন লেখা থাকবে ম্যানেজ একাউন্ট নামের একটি অপশন। ম্যানেজ একাউন্ট নামের অপশনটিতে ক্লিক করবেন। না পারলে নিচের স্ক্রীনশটএর মত করে করুন।

Tiktok Account Delete করার পুরো প্রক্রিয়া

৪. তারপর যে পেজটি ওপেন হয়ে যাবে। সে পেজ থেকে আপনি আপনার একাউন্টে যেকোনোভাবে ম্যানেজ করতে পারবে। আপনি সব নিচে দেখবেন দিকে থাকবে ডিলিট অ্যাকাউন্ট নামের একটি অপশন আছে। ঐ অপসনে প্রথমত ক্লিক করে দেবেন। না পারলে নিচের স্ক্রীনশটএর মত করে করুন।

Tiktok Account Delete করার পুরো প্রক্রিয়া

৫. তারপর আপনার কাছে তার পারমিশন চাইবে যে আপনি সত্যিই কি ওই টিক টক একাউন্ট ডিলিট করতে চাইছেন কিনা। এর জন্য আপনি কনটিনিউ লেখায় ক্লিক করবেন। যদি বুঝতে না পারেন তাহলে নিচের স্ক্রিনশটটি দেখুন।

Tiktok Account Delete করার পুরো প্রক্রিয়া

তারপর আপনার টিকটক একাউন্ট ডিলিট হয়ে যাবে। কিন্তু সেটা পুরোপুরি ডিলিট হবে না। এরজন্য আপনাকেই কিছু অপেক্ষা করতে হবে অর্থাৎ আপনার একাউন্টে 30 দিনের মধ্যে পার্মানেন্ট ভাবে ডিলিট হয়ে যাবে। আপনাকে আর কিছু করা লাগবে না।

তো বন্ধুরা হয়তো জেনে গেছেন কিভাবে আপনি আপনার টিকটক একাউন্ট টি সঠিক নিয়মে ডিলিট করতে পারবেন। এখন হয়তো আপনি নিজেই আপনার টিকটক একাউন্ট ডিলিট করে ফেলতে পারবেন খুব সহজে।

বন্ধুরা আশাকরি আমার এই টিউনটি আপনাদের ভাল লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও টিউমেন্ট করবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সকলে ভাল থাকুন, সুস্থ থাকুন এবং টেকটিউনসের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar