ad720-90

এবার ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে গুগল ড্রাইভ


ইন্টারনেট ছাড়াই গুগল ড্রাইভ ব্যবহারের সুবিধা আনল গুগল। ফলে এখন ফোন বা কম্পিউটারে ইন্টারনেট না থাকলেও সমস্যা নেই। অফলাইনেও গুগল ড্রাইভে রাখা নথি বা ছবি খুলে দেখা যাবে।  এক ব্লগ পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন টেক জায়ান্টটি।

সাধারণত প্যান কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের মতো ব্যক্তিগত নথি, অফিসের কাজের পিডিএফ ফাইল ছাড়াও গুরুত্বপূর্ণ গুগল ড্রাইভে রাখা হয়। যাতে দরকারের সময় তা ঝটপট দেখে নেয়া যায়। কিন্তু ডিজিটাল নথির ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো ইন্টারনেট ছাড়া ব্যবহারের উপায় নেই। অনেক সময়ে প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্কের অভাবে সমস্যায় পড়তে হয়। এ সমস্যা সমাধানেই গুগল নতুন প্রযুক্তি নিয়ে এল। এ নিয়ে গুগল জানিয়েছে, এখন থেকে অফলাইনেও গুগল ড্রাইভে দেখা যাবে পিডিএফ ফাইল, অফিসের নথি।

গুগল আরো জানিয়েছে, ড্রাইভে ডিজিটাল ফাইল শুধু সেভ করলেই এ সুবিধা পাওয়া যাবে না। ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় গুগল ড্রাইভে ডিজিটাল নথি দেখতে গেলে সংশ্লিষ্ট নথিতে ‘রাইট ক্লিক’ করে ‘অ্যাভেইলেবল অফলাইন’ অপশনটিতে ‘ক্লিক’ করতে হবে। ২০১৯ সাল থেকেই এ নয়া প্রযুক্তির পরীক্ষা চালিয়েছে গুগল। বহু গ্রাহকই অংশ নিয়েছিলেন ওই পরীক্ষায়। তাতে সাফল্য আসার পর এবার সর্বসাধারণের জন্য নিয়ে আসা হলো এ প্রযুক্তি।সূত্র:বনিকবার্তা





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar