ad720-90

নতুন আইফোন ১৩ সিরিজ প্রকাশ করল অ্যাপল


অবশেষে বহু প্রতীক্ষীত নতুন আইফোন (iPhone) এল বাজারে। বুধবার নতুন আইফোন ১৩ সিরিজ (iPhone 13 Series) প্রকাশ করল অ্যাপল (Apple)।

বুধবার একইসঙ্গে অ্যাপল ওয়াচ ৭সিরিজ (Apple watch 7 Series), আইপ্যাড (iPad) ও ম্যাকের (Mac) নতুন মডেলও প্রকাশ হয়। তবে সিংহভাগ মানুষই উদগ্রীব ছিলেন আইফোনের নতুন মডেলের জন্য। যদিও আগের আইফোনের থেকে খুব বেশি বদল চোখে পড়ল না। একনজরে দেখে নিই বেশকিছু ফিচারস। 

(♦) নতুন সিরিজের মিনি মডেলটি ৫.৪ ইঞ্চি, আইফোন ১৩ ফোনটি ৬.১ ইঞ্চির। আইফোন ১৩ প্রো মিলবে ৬.১ ইঞ্চিতে।  
(♦) আগের মতো একই রয়েছে বেজেলহীন ডিসপ্লে। তবে প্রায় ২০ শতাংশ ছোট হয়েছে নচ।
(♦) ক্যামেরা কেসিং রয়েছে আইফোন ১২-র মতোই। অপেক্ষাকৃত উজ্জ্বল হয়েছে ডিসপ্লে।
(♦) গ্রাফাইট, গোল্ড, সিলভার এবং সিয়েরা ব্লু রঙে পাওয়া যাবে নতুন আইফোন।
(♦) অ্যাপলের নিজস্ব A15 বায়োনিক চিপ থাকছে ফোনটিতে। যার ফলে আগের তুলনায় প্রায় ৫০ শতাংশ দ্রুত পারফরমেন্স মিলবে। একইসঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বেশি ব্যাকআপ দেবে আইফোন ১৩। 

মার্কিন যুক্তরাষ্ট্রে আইফোন ১৩ সিরিজের দাম (iPhone Series Price) শুরু হচ্ছে ৭৯৯ ডলার থেকে। যদিও স্থানীয় কর যুক্ত হলে দাম কিছুটা প্রভাবিত হবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar