ad720-90

বিগ বাজেটের ই-কমার্স সাইট “কিনবো বিডিডটকম” এখন বাজারে


 কিনবো বিডিডটকম

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ বা নোভেল করোনা ভাইরাসের কারনে সম্প্রতি বিশ্বের প্রায় সর্বত্রই সবকিছুই বন্ধ করে দেয়া হয়েছিল। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ও কর্মকাণ্ডে আসে অমূল পরিবর্তন। এমন সময় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও চাহিদা ও জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে অনলাইন বা ই-কমার্স বিজনেসের।

ইন্টারনেটের মাধ্যমে বিকিকিনির ধারাটা আমাদের দেশে দ্রুতই জনপ্রিয় হচ্ছে, তবে কিছু সমস্যা এখনও রয়ে গিয়েছে। পণ্যের গুনগত মান, ডেলিভারি বা পেমেন্ট সমস্যা গুলির খুব ভাল সমাধান করতেই দেশের ই-কমার্স বাজারে আসছে বিগ বাজেটের ই-কমার্স সাইট “কিনবো বিডিডটকম”।

কিনবো’র উদ্যোগতাদের দাবি, ‘ইতিমধ্যে তাদের কাজ অনেক দূর এগিয়েছে। ব্যতিক্রমী সব বৈশিষ্ট্য ও নতুন ই-কমার্স ধারণা নিয়ে এগিয়ে যাবেন তারা।‘

বই, পোশাক, ইলেকট্রনিকস পণ্য, লাইফস্টাইল, গৃহস্থালী, বুটিক, হরেক রকমের পণ্যসহ সবই থাকবে “কিনবো” তে। নির্দিষ্ট সময়ে খুব দূত ডেলিভারি দিতে বদ্ধ পরিকর উদ্যোগতারা।

ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাবের হিসাবে, দেশে ই-কমার্সের বাজারের আকার এখন ১৬ হাজার কোটি টাকার বেশি। এই মুহূর্তে দেশে ই-কমার্স জগতে শীষে আছে দারাজ, আজকেরডিল, ইভেলি, পিকাব, চালডাল মত আরও কিছু ই-কমার্স প্ল্যাটফরম।

বাংলাদেশে ই-কমার্স বাড়ছে খুবই দ্রুত। গত তিন বছর ধরে এই খাতের প্রবৃদ্ধি প্রায় একশো ভাগ। অর্থাৎ প্রতি বছর প্রায় দ্বিগুন হয়ে যাচ্ছে এই খাত।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:২০   ৩৩৫ বার পঠিত   #  #  #  #





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar