ad720-90

ফেসবুকে লক করা প্রোফাইল দেখার কৌশল


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেককেই তাদের আইডি লক করে অন্যকে রিকুয়েস্ট পাঠাতে দেখা যায়। বিষয়টি রিকুয়েস্ট প্রদানকারীর জন্য বিরক্তিকর না হলেও যাকে পাঠানো হয় তার জন্য অনেকটাই বিরক্তির কারণ।

এই বিড়ম্বনার একটি সহজ সমাধানও রয়েছে, যা অনুসরণ করে রিকুয়েস্টদাতা বা প্রোফাইল লককারীর বিস্তারিত পরিচয় জেনে নেওয়া যায়।

লক করা প্রোফাইল দেখতে প্রাথমিকভাবে আপনি যা করবেন-

১. প্রথমে কম্পিটার থেকে ফেসবুকে লগইন করে ব্যবহারকারীর লক থাকা প্রোফাইলটিতে যেতে হবে।

২. এরপর প্রোফাইল পিকচারে রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করে তা কপি করে নিতে হবে।

৩. ব্রাউজারে নতুন উইন্ডো খুলে সেখানে কপি করা ইউআরএল পেস্ট করতে হবে।

৪. ফলে সহজে প্রোফাইল পিকচার দেখে নিতে পারবে।

দ্বিতীয় আরেকটি পদ্ধতি হলো-প্রোফাইল থেকে ইউজারনেম নিয়ে ‘http://graph.facebook.com/username/userid/picture?width=2000¨eight=2000’ এই লিঙ্কে গিয়ে ইউজারনেমের জায়গায় নাম লিখলেই প্রোফাইল পিকচার দেখা যাবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar