ad720-90

Hd ভিডিও চলবে বাটন ফোনে। কিভাবে ভিডিও কনভার্ট করে বাটন মোবাইল এ দেখবেন ?


আসসালামু আলাইকুম,

কি অবস্থা কেমন আছেন সবাই ? আজকে আমি দেখাতে চলেছি যে কিভাবে আপনি আপনার এইচডি ভিডিও কনভার্ট করে আপনার যদি কোন ফিচার্ড ফোন বা বাটন ফোন থাকে সেটাতে দেখবেন । দেরি না করে পোস্টটি শুরু করা যাক ‌।

প্রথমে একটি অ্যাপ এর প্রয়োজন হবে তাই প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবে এখানে সার্চ বক্সে লিখবেন androvid তাহলে দেখবেন যে নিচের অ্যাপটি আসবে এখান থেকে এটা ইনস্টল করে নেবেন ।

এরপর অ্যাপটা ওপেন করে নেবেন ।

এখানে তারপর videos এ যাবেন । পারমিশন দেবেন ।

তারপর আপনি যেই ভিডিওটি কনভার্ট করতে চান সেটিতে ক্লিক করবেন।

এরপর এখানে উপরে অনেকগুলো অপশন দেখতে পাবেন । এখানে ডানে স্ক্রল করলে convert নামে একটি অপশন পাবেন । সেখানে ক্লিক করবেন ‌।

তারপর এখানে ০৩ টা অপশন দেখতে পাবেন ।

Resolution, Format and Quality

 

এখানে বাটন ফোন এর জন্য Resolution হবে 144p এবং 240p . যেকোনো একটি সিলেক্ট করবেন । ( বি.দ্র. 240p সিলেক্ট করলে ভিডিও কোয়ালিটি ভালো হবে । তবে কনভার্ট করতে বেশি সময় লাগবে। )

এরপর Format সিলেক্ট করার পালা । এখানে আপনার কি-প্যাড ফোনের জন্য Format হবে 3gp.

তারপর quality যেকোনো দিতে পারেন।

তারপর টিক চিহ্ন টাতে ক্লিক করবেন।

এরপর এটাকে কনভার্ট হতে দিন ।

কনভার্ট হয়ে গেলে Bluetooth এর মাধ্যমে আপনার কি-প্যাড ফোনে ভিডিওটি পাঠিয়ে দিন।

এখন আপনি আপনার ইচ্ছামত এটা দেখতে পারেন। নিচে প্রমাণ দিলাম

পোস্টটি বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্ট করুন ‌।

ভিডিও টিউটোরিয়াল 👇👇👇👇👇

আমার চ্যানেলে পাবেন আপনি এরকমই অনেক টিউটোরিয়াল এবং মোবাইল সম্পর্কে অনেক টিপস এবং ট্রিকস তো আপনি চাইলে চ্যানেলটি ঘুরে আসতে এবং সাবস্ক্রাইব করতে পারেন।

YouTube channel

 

Facebook page

আমার আরো পোস্ট পড়তে ক্লিক





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar