ad720-90

Mb ছাড়াই facebook চালান ছবিসহ


ট্রিকবিডিতে আপনাদের সবাইকে স্বাগতম


দীর্ঘদিন পর আজকে আবারো নিয়ে এসেছি ফ্রি ইন্টারনেট এর পোস্ট নিয়ে।আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফেসবুক লাইট চালাবেন কোন প্রকার ডাটাপ্যাক ছাড়া তাও সম্পূর্ণ ছবিসহ।
আজকের পোস্টটি free Facebook ব্যবহারকারীদের জন্য খুবই উপকারী হতে চলেছে।

তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক

নিচের স্টেপগুলো ভালোভাবে ফলো করূন


প্রথমে আপনারা মেইন ফেসবুক অ্যাপ এ যান। এরপর প্রোফাইল এর এখানে ক্লিক করুন।তারপর নিচের মতো ফলো করুন

এভাবে আপনারা আপনার এক‌ই আইডিতে কোন প্রকার পাসওয়ার্ড ছাড়া আরেকটি একাউন্ট তৈরি করে নিয়েছেন। এক্ষেত্রে মেইন ফেসবুকে এ sub-account করার জন্য অবশ্যই MB লাগবে।তবে শুধুমাত্র Sub account করার জন্য।আমি যেহেতু আগেই একাউন্ট তৈরি করেছি তাই আর দেখালাম না।আপনারা নিজেদের মতো একাউন্ট করে নিবেন


এরপর আপনারা ফেসবুক লাইট এর অ্যাপ ডাটা ক্লিয়ার করুন। মেইন ফেসবুক অ্যাপ force to stop করে রাখুন।তারপর নিচের মতো ফলো করুন।আর ফোনে তখনো ডাটা থাকলে সেটি যদি airtel সিম হয় my airtel অ্যাপ থেকে disable করে নিবেন।

দেখুন আমার ফোনে কোন ডাটা নাই কিন্তু মেইন একাউন্টে এটা দিয়ে ছবি দেখা যাচ্ছে না কিন্তু মেইন একাউন্টের সাব একাউন্ট যেটা এই মাত্র তৈরী করা সেখানে ছবি দেখা যাচ্ছে।

আজকে এ পর্যন্তই। আশা‌ করি আপনাদের উপকারে আসবে। এছাড়া আমার আরেকটি ব্লগ নিচের থেকে পড়তে পারবেন।
File format কোনটির কাজ কি? (XML,TAR,RAR ..) Z archiver অ্যাপে





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar