স্টারলিংক স্যাটলাইট ব্যবহার করে মাস্কের টুইট
স্টারলিংক প্রকল্পে মহাকাশে ছোট ছোট মোট ৪২ হাজার ব্রডব্যান্ড স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা রয়েছে স্পেসএক্স-এর। ইতোমধ্যেই এ ধরনের ৬২টি স্যাটেলাইট পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। এই স্যাটেলাইটগুলোর মাধ্যমে সফল ইন্টারনেট সংযোগের মাধ্যমেই টুইট দু’টি করেছেন মাস্ক– খবর আইএএনএস-এর। প্রথম টুইটে প্রায় তিন কোটি অনুসারিকে মাস্ক বলেন, “স্টারলিংক স্যাটেলাইট দিয়ে মহাকাশের মাধ্যমে এই টুইট পাঠাচ্ছি।” প্রথম টুইটের দুই মিনিট পরই… read more »