করোনাভাইরাস: সমাবর্তনে অংশ নিলো রোবট প্রতিনিধি!
April 6, 2020
সমাবর্তনে কালো টুপি ও গাউন পরা রোবট প্রতিনিধিদের পাঠিয়ে স্নাতক সনদ বুঝে নিয়েছেন এবং ছবিও তুলেছেন জাপানের টোকিও’র বিজনেস ব্রেকথ্রু (বিবিটি) ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। – খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের। পুরো সময়টিতেই অবশ্য জুম কনফারেন্স কলের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন শিক্ষার্থীরা। রোবটগুলোর মাথার স্থানে ডিজিটাল ট্যাবলেট বসানো ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সিনেট। ওই ট্যাবলেটগুলোতে শিক্ষার্থীরা উপস্থিত… read more »