টিকে থাকাই এখন মূল লক্ষ্য: হুয়াওয়ে প্রধান
“ক্রমাগত মার্কিন সরকারের আগ্রাসন আমাদেরকে উল্লেখযোগ্য চাপের মুখে ফেলে দিয়েছে।” – বলেছেন হুয়াওয়ে চেয়ারম্যান গুয়ো পিং। “এই মুহূর্তে, টিকে থাকাই মূল লক্ষ্য।” – যোগ করেছেন তিনি। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রকে নিজ নিয়ম-নীতি পুনঃপর্যালোচনা করে দেখার অনুরোধ জানিয়েছে বলে উঠে এসেছে এক বিবিসি প্রতিবেদনে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ফোনের মতো পণ্যগুলোর জরুরি উপাদান কেনা কঠিন হয়ে দাঁড়িয়েছে হুয়াওয়ের জন্য।… read more »