চার ক্যামেরার ফোনের জন্য চার তারকা
২০১৮ মডেলের গ্যালাক্সি এ৯-এর ঘোষণায় স্যামসাং ঘুরেফিরে বারবার বলেছে, বিশ্বের প্রথম চার ক্যামেরার স্মার্টফোন। বোঝাই যাচ্ছে, স্মার্টফোনটির মূল আকর্ষণ হলো পেছনে চার ক্যামেরা। অন্যান্য যন্ত্রাংশও কিন্তু মন্দ না। এতে ৬.৩ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, আট কোরের স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর, ৬ বা ৮ গিগাবাইট র্যাম, ১২৮ গিগাবাইট রম এবং ৩৮০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে। স্যামসাংয়ের মিড-রেঞ্জ ‘গ্যালাক্সি… read more »