ad720-90

এবার নিজের দরকারি সফটওয়্যারের সিরিয়াল / লাইসেন্স KEY খুঁজে বের করুন সহজে


বিভিন্ন সময় আমাদের নানা ধরনের সফটওয়্যার ইন্সটল করার দরকার হয় । তখন অনেক সময় অনেকে সিরিয়াল / লাইসেন্স KEY খুঁজে না পাওয়ার কারনে একটি সফটওয়্যার ব্যবহার করতে পারে না । কেউ কেউ লজ্জায় অন্য কাউকে বলতেও পারে না । বিষয়টা খুবই বিব্রতকর । এই সমস্যা আশা করি আজকের এই পোস্ট এর পর অনেকের থাকবে না ।

আজকে দেখব কিভাবে পিসি সফটওয়্যার এর সিরিয়াল / লাইসেন্স KEY খুঁজে বের করা যায় । তো চলুন শুরু করি …

আমরা এই কাজের জন্য একটা ওয়েবসাইট কে কাজে লাগাব । ওয়েবসাইটটির ডাটাবেজ অনেক বড় । আমি ডেমো হিসেবে ADVANCED SYSTEMCARE 10 এর সিরিয়াল কী বের করে দেখাব । আপনারা আপনাদের মতো করে অন্য সফটওয়্যার এর কী বের করবেন ।

প্রথমে আমরা এই ওয়েবসাইটে চলে যাব ।

 

এরপর উপরে বামপাশে সার্চ বার আছে । এখানে সফটওয়্যার বা টুলের নাম লিখে সার্চ করবো ।

 

রেজাল্ট এ শুধু সিরিয়াল কী ছাড়াও ঐ সফটওয়্যার এর ডিরেক্ট ডাউনলোড লিংক দেওয়া আছে । নিচের দিকেই সিরিয়াল কী গুলো পাওয়া যাবে ।

যেকোনো একটা কী এর উপর ক্লিক করলে পপ আপ উইন্ডো ওপেন হবে , যেখানে আপনাকে সিরিয়াল কী দেওয়া হবে । BOOM !!!

নোট : সিরিয়াল কী অনেক সময় পুরনো হলেও কাজ করে , আবার অনেক সময় নতুন হলেও কাজ করে না । এখানে একটা কাজ না করলে অন্যটা দিয়ে ট্রাই করতে পারেন । আর সিরিয়াল কী ব্যবহার করার সময় ডিভাইস এর ইন্টারনেট DISCONNECT করে নিবেন ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar