ad720-90

নতুন অথবা পুরাতন Keyboard এর প্রত্ত্যেকটি Button যাচাই করে নেন কাজ করছে কিনা?…[With Android Phone][Online]


◇◇সাধারণত অনেকদিন ধরে Keyboard দিয়ে কোন কাজ না করলে অথবা অনেকদিন ধরে পরে থাকলে, কিছু কিছু Button আর কাজ করে না।
যেটা আসলেই একটা বিরক্তিকর ব্যাপার।

আবার মার্কেট থেকে নতুন Keyboard কেনার সময়, প্রত্ত্যেকটি Button কাজ করছে কিনা সে বেপারেও সতর্ক থাকা জরুরী।
তো বুজবেন কিভাবে আপনার Keyboard টির কোন কোন Button কাজ করছে অথবা কোন গুলো কাজ করছে না?

সবথেকে বড় কথা হল এই সম্পুর্ন কাজ টি আপনার হাতের Android Phone দিয়েই সম্ভব।
তবে ফোন টি অবস্যই On the go(OTG) Supported হতে হবে।
এই কাজ টি সম্পুর্ন Online এর মাধ্যমে করা যাবে।
নির্দিস্ট কিছু Website এর মাধ্যমে।

তো আমি একটি Website এর link দিয়ে দিচ্ছি সাথে একটি Screenshot.

কিন্তু তার আগে সংক্ষেপে কিছু কথা বলে নেই।
অনেকেই বলতে পারেন Keyboard চেক করার জন্য তো Computer অথবা ফোন থেকেই করা যায় কোন লেখালেখির Option এ গিয়ে, Online এ চেক করার কি প্রয়োজন?

হ্যা এইভাবে করা যাবে। তবে এইভাবে সব Button কাজ করছে কিনা বুজা যাবে না।
কারন, Keyboard এ কিছু Particular button থাকে যেগুলা সাধারনভাবে কজে আসে না, বিশেষ সময় বিশেষ কোন কাজ ছাড়। যেগুলো লেখালেখির কোন পেজ এ press করলেও কোন কাজ করবে না।
যেমনঃ F1, F2, alt, ctrl, scroll lock, print scrn, pause break, etc.
আর মোবাইলের কোন লেখালেখির Option এ তো আরো আগেই না।

আর তাছারা মার্কেট থেকে Keyboard কিনে আনতে গেলে তো আর সাথে করে Computer নিয়ে যাওয়া সম্ভব না।
সেক্ষেত্রে আপনার ফোন দিয়েই Keyboard চেক করে আনতে পারবেন, Online এর মাধ্যমে। শুধু সাথে করে একটি OTG নিয়ে গেলেই চলবে।

তো নিছের link এ ক্লিক করলেই Keyboard যুক্ত একটি Interface চলে আসবে।
link:Click Here

এখক OTG তে অথবা Pc তে Keyboard সংযোগ করলেই পেজ টি Relood নিবে।
এখন প্রতিটি Button press করলে দেখবেন সাধা হয়ে যাবে।

আর যেটা সাধা হবে না, মনে করতে হবে সে Button টি কাজ করছে না।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar