ad720-90

আপনার নামে কতটি সিম Registration করা হয়েছে দেখে নিন।


আপনার জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে অন্য কেউ আপনার নামে ভূঁয়া মোবাইল সিম নিবন্ধন করে আপনাকে ফাঁসাতে পারে। তাই জেনে নেওয়া দরকার বায়োমেট্রিক পদ্ধতিতে আপনার নামে কয়টি সিম কার্ড নিবন্ধিত হয়েছে।

আপনার এনআইডির বিপরীতে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা জানা যাবে ঘরে বসেই। এর জন্য সংশ্লিষ্ট মোবাইল থেকে এসএমএস বা ডায়াল করতে হবে । জেনে নিন কিভাবে-

টেলিটক : info লিখে এমএমএস করুন 1600 নম্বরে

গ্রামীণফোন : মেসেজ অপসনে গিয়ে info লিখে পাঠিয়ে দিন 4949 নম্বরে

বাংলালিংক :*1600*2# ডায়াল করুন

এয়ারটেল : *121*4444# ডায়াল করুন

রবি : *1600*3# ডায়াল করুন

ফিরতি এমএমএসে জানিয়ে দেওয়া হবে আপনার নামে কয়টা সিম নিবন্ধিত হয়েছে। অযাচিত সিম নিবন্ধন হয়ে থাকলে বন্ধ করার জন্য দ্রত সংশ্লিষ্ট কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

সবচেয়ে সহজ পদ্ধতিতে যদি করতে চান তাহলেঃ-

যে কোন অপারেটর থেকে আপনার নামে নিবন্ধিত সকল সিম এর তথ্য জানতে *16001# চাপুন।তারপর আপনার NID এর শেষের ৪ সংখ্যা দিন।কিছুক্ষণের মধ্যে আপনাকে মেসেজ করে সকল তথ্য জানিয়ে দেওয়া হবে।

বিঃদ্রঃ আপনার সিম যদি সাধারণ NID কার্ড দিয়ে রেজিষ্ঠেশন করা হয় তাহলে ঔ NID কার্ডের শেষের চার সংখ্যা দিতে হবে।যদি স্মার্ট NID কার্ড দিয়ে রেজিষ্ঠেশন করা হয় তাহলে স্মার্ট NID কার্ডের শেষের চার সংখ্যা দিতে হবে।

পোস্টের মাধ্যমে যদি সামান্য উপকৃত ও কিছু জানতেশিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar