ad720-90

গেইম-স্ট্রিমিং পরীক্ষা চালাবে গুগল


শীঘ্রই ‘অ্যাসাসিন’স ক্রিড ওডেসি’ উন্মুক্ত করতে
যাচ্ছে ইউবি সফট। তার আগেই সীমিত
সংখ্যক গেইমার এই গেইমটি লাইভ স্ট্রিম করতে পারবেন বলে জানানো হয়েছে।

গুগলের এক ব্লগ
পোস্টে বলা হয় ল্যাপটপ বা ডেস্কটপের ক্রোম ব্রাউজারে পাওয়া যাবে এই গেইম স্ট্রিমিং
সেবা—খবর রয়টার্সের।

৫ অক্টোবর থেকে
বিনামূল্যে গেইমটি স্ট্রিমিং করতে পারবেন গেইমাররা। ‘প্রজেক্ট স্ট্রিম’ পরীক্ষা শেষ
হওয়ার পর এতে মূল্য ব্যবস্থা যোগ করা হতে পারে।

পরীক্ষা সফল
হলে ভিডিও গেইম ব্যবসার নতুন এক অংশে যোগ হবে গুগল। এর মাধ্যমে ডাউনলোড বা ডিস্ক ব্যবহার
না করেই স্ট্রিম করে গেইম খেলতে পারবেন গ্রাহক।

চলতি বছরের
ফেব্রুয়ারি মাসে এক প্রতিবেদনে বলা হয়, নিবন্ধনভিত্তিক গেইম স্ট্রিমিং
সেবা চালুর জন্য কাজ করছে গুগল। ক্রোমকাস্ট
বা গুগলের তৈরি কনসোলে কাজ করবে এটি।

চলতি বছরের
মার্চ মাসে গেইম ডেভেলপারদের জন্য নতুন টুলও উন্মোচন করেছে সার্চইঞ্জিন জায়ান্ট প্রতিষ্ঠানটি।

নতুন এই গেইম
স্ট্রিমিং সেবার মাধ্যমে অ্যামাজনের টুইচ স্ট্রিমিং সেবার সঙ্গে প্রতিযোগিতায় নামবে
গুগল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar