ad720-90

প্রতিবন্ধীবান্ধব ‘কন্ঠ নিয়ন্ত্রিত’ অ্যাপ আনলো গুগল


‘ভয়েস অ্যাকসেস’ নামের অ্যাপটি দিয়ে
প্রতিবন্ধী ব্যক্তিরা স্মার্টফোন নিয়ন্ত্রণ করতে পারবেন বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি
সাইট ভার্জ।

নতুন এই অ্যাপটি দিয়ে অ্যাপ ন্যাভিগেশন,
টেক্সট লেখা ও সম্পাদন করা এবং গুগল অ্যাসিস্টেন্টের সঙ্গে ‘কথা বলতে’ পারবেন গ্রাহক।
কণ্ঠের মাধ্যমে বাটন চাপা বা অ্যাপের মধ্যে ভলিউম কমানো বাড়ানো যাবে। আর অ্যাপের মধ্যে
স্ক্রল বা ন্যাভিগেটও করা যাবে এর মাধ্যমে।

গ্রাহক যদি টেক্সট লিখতে বা সম্পাদনা
করতে চান, তাকে বলতে হবে “ওকে গুগল”। এরপর ‘ওপেন’ কমান্ড দিয়ে দরকারি অ্যাপটি চালু
করা যাবে। নতুন এই অ্যাপটির ইন্টারফেইস বেশির ভাগই সংখ্যানির্ভর।

গ্রাহক মুখে সংখ্যা বলে প্রয়োজনীয়
অপশনটি ব্যবহার করতে পারবেন। টেক্সট লেখার সময় “লাইনটি মুছে ফেলুন” বা “বাতিল করুন”
বা “শোনা বন্ধ করুন” এমন কমান্ড ব্যবহার করতে পারবেন।

গুগলের সমর্থন পেইজে অনেকগুলো কমান্ডের
তালিকা দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। এর মধ্যে ফোনের নির্দিষ্ট কিছু
সেটিংস পরিবর্তন করা এবং সাধারণ কমান্ড রয়েছে।

গুগলের পক্ষ থেকে যদিও দাবি করা হয়েছে
পার্কিনসন’স ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস, আর্থরাইটিস এবং স্পাইনাল কর্ডে আঘাত পাওয়া
রোগীরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন। তবে, দুই হাত ভর্তি রয়েছে এমন অবস্থায় যেকোনো
গ্রাহকই অ্যাপটির সহায়তা নিতে পারবেন বলে জানানো হয়েছে।

আপাতত শুধু ইংরেজি ভাষা সমর্থন করে
ভয়েস অ্যাকসেস। শীঘ্রই এতে অন্যান্য ভাষা যোগ হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar