ad720-90

Xiaomi ফোনে বিষ্ফোরণ


মার্কেট জুড়ে Xiaomi র দাপট অব্যাহত৷ কিন্তু, তার ফাঁকেই মন্দ ছবি তৈরি করল সংস্থা৷ এবার Mi A1 র ব্যাটারিতে বিষ্ফোরণ৷ রাতে চার্জ দেওয়ার সময় ফোনটি ফেটে যায়৷ এমনই জানিয়েছেন ফোনটির ইউজার৷

অভিযোগের তির MIUI ফোরামের দিকে৷ ইতিমধ্যেই সামনে এসেছে বিষ্ফোরিত সেটটির ছবি৷ যেখানে দেখা গিয়েছে, ফোনটির প্রটেকক্টিভ কেসটির সহ নষ্ট হয়ে গিয়েছে ফোনটির অর্ধাংশ৷ তথ্য জানাচ্ছে, দীর্ঘ আট মাস ধরে ব্যবহারের পরই দুর্ঘটনাটি ঘটে৷

অভিযোগের তথ্য জানাচ্ছে, সকালে ঘুম থেকে ওঠার পর সম্পূর্ণ নষ্ট হওয়ার অবস্থায় ফোনটিকে উদ্ধার করেন ফোনটির ইউজার৷ বিগত আট মাস ব্যবহারের সময় সেটটি (Mi A1) কখনই হিটিংজনিত সমস্যার সম্মুখীন হয়নি৷ শুধু তাই নয়, প্রায়শই ফোনটি সারা রাত চার্জে দেওয়া হত৷ কাস্টমার কেয়ারে বিষয়টি নিয়ে অভিযোগ জানান ইউজার৷ আশা করা হচ্ছে, সংস্থা ফোনটির ব্যবহারকারীকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে৷

তবে, শুধুমাত্র Xiaomi নয়৷ অতীত দেখলে স্মার্টফোন বিষ্ফোরণের তালিকায় উঠে আসবে আরও বেশ কিছু নামীদামি সংস্থার নাম৷ সম্প্রতি, সামনে এসেছিল আরও একটি ঘটনা৷ যেখানে Samsung Galaxy S7 নাম উঠে এসেছিল৷ ফোনটির ইউজার ফোনটিকে ব্যাক পকেট থেকে বের করে টেবিলে রাখার পরই ফোনটিতে বিষ্ফোরণ ঘটেছিল৷ ছবিতে ফোনটিতে পুরোপুরিভাবে নষ্ট হওয়া অবস্থায় দেখা গিয়েছিল৷





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar