ad720-90

হোয়াটসঅ্যাপ বেটায় এলো ‘পিকচার ইন পিকচার মোড’


নতুন এই ফিচারের মাধ্যমে নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্মের ভিডিও ছোট পর্দায় মাল্টি উইন্ডোতে দেখতে পারবেন গ্রাহক। অ্যান্ড্রয়েড ৪.৪ বা তার পরের সংস্করণে এখন এই ফিচারটি ব্যবহার করতে পারবেন সব হোয়াটসঅ্যাপ বেটা ব্যবহারকারী– খবর আইএএনএস-এর।

আপাতত হোয়াটসঅ্যাপের মধ্যে নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্মের ভিডিও দেখাতে চালু করা হয়েছে ফিচারটি। এর মধ্যে রয়েছে ইউটিউব, ফেইসবুক, ইনস্টাগ্রাম এবং স্ট্রিমএবল।

পিকচার ইন পিকচার মোড হলো বিশেষ ধরনের এক মাল্টি উইন্ডো মোড। সাধারণত ভিডিও প্লেব্যাকের ক্ষেত্রেই এটি ব্যবহার করা হয়ে থাকে। এর মাধ্যমে মূল পর্দায় অ্যাপ চালানো বা কনটেন্ট ব্রাউজিংয়ের সময় ছোট উইন্ডোতে এক কোণায় ভিডিও দেখানো হয়।

নতুন এই ফিচারটি ব্যবহার করতে হোয়াটসঅ্যাপ ২.১৮.৩০১ সংস্করণে আপডেট করতে হবে অ্যান্ড্রয়েড গ্রাহকদের।

ইতোমধ্যেই আইওএস গ্রাহকদের জন্য ফিচারটি চালু করেছে হোয়াটসঅ্যাপ। ধারণা করা হচ্ছে শীঘ্রই সব অ্যান্ড্রয়েড গ্রাহকের জন্য ফিচারটি চালু করবে প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar