ad720-90

আইফোনে এফএম বাজাবে ইয়ারফোন


আইফোনে বিল্টইন এফএম রেডিও না থাকায় স্থানীয় এফএম রেডিও ট্রান্সমিশন সরাসরি শুনতে পারেন না গ্রাহক।

ইন্টারনেট সংযোগের বাইরে থাকাকালীন ব্ল্যাকলাউডের নতুন ইয়ারফোনের মাধ্যমে স্থানীয় এফএম চ্যানেলগুলো শুনতে পারবেন গ্রাহক– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

এফ১ এফএম হেডসেটটির তারের সঙ্গেই একটি এফএম টিউনার নিয়ন্ত্রণ বাক্স বসানো হয়েছে। আর তারগুলো কাজ করবে অ্যান্টেনা হিসেবে।

গ্রাহক তার আইফোনের লাইটিনিং পোর্টের মাধ্যমে হেডফোনটি যুক্ত করে এমএম রেডিও শুনতে পারবেন। সামনের বছর অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য একটি ইউএসবি টাইপ-সি মডেল আনার পরিকল্পনা রয়েছে ব্ল্যাকলাউডের।

নতুন এই ইয়ারফোনের জন্য আলাদা একটি এফএম রেডিও অ্যাপও এনেছে প্রতিষ্ঠানটি।

সরাসরি ব্ল্যাকলাউড সাইট থেকে নতুন এফএম ইয়ারফোনটি কিনতে পারবেন গ্রাহক। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ডিভাইসটির বাজার মূল্য বলা হয়েছে ৭৯.৮৯ মার্কিন ডলার।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar