ad720-90

স্বচালিত গাড়ির রাইড-হেইলিং আনছে ফোকসভাগেন-ইনটেল


ইসরায়েলি এই প্রতিষ্ঠান স্বচালিত গাড়ি প্রযুক্তি নিয়ে কাজ করে থাকে।

মোবিলিয়ে ও ফোকভাগেন গাড়ি আমদানিকারক ইসরায়েলি প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন মোটর্সের সঙ্গে একটি উদ্যোগ হাতে নিচ্ছে। এই যৌথ উদ্যোগে ফোকসভাগেন বৈদ্যুতিক গাড়ি সরবরাহ করবে আর মোবিলিয়ে তার স্বচালিত গাড়ি প্রযুক্তি দেবে। সোমবার প্রতিষ্ঠানদুটির পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়।  

‘মোবিলিয়ে-অ্যাজ-এ-সার্ভিস’ নামে এই সেবা ২০২২ সাল থেকে বাণিজ্যিকভাবে চালুর প্রত্যাশা করা হচ্ছে। এই সেবায় গাড়ির বহর ও নিয়ন্ত্রণ কেন্দ্র পরিচালনা করবে চ্যাম্পিয়ন মটরস।

রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়, এই প্রস্তাব ইতোমধ্যে গ্রহণ করেছে ইসরায়েলি সরকার। সেইসঙ্গে দেশটির সরকার এ জন্য দরকারি অবকাঠামো ও ট্রাফিক ডেটা শেয়ার করে সহায়তা করবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar