ad720-90

কোনো অ্যাপ্স বা ওয়েবসাইট ছাড়া যেকোন লেখাকে ইমেজ বা পিডিএফ করে নিন!


অনেকেই টেক্সট বা লেখাকে ইমেজ কিংবা পিডিএফ করতে চায়। কিন্তু এর জন্য ওয়েবসাইট ব্যবহার করতে হয়, নয়তো অ্যাপ্স।

এই পোষ্টে আমি দেখাব কিভাবে ওয়েবসাইট বা অ্যাপ্স ডাউনলোড না করেই লেখাকে ইমেজ/পিডিএফ করবেন।

এর জন্য আমরা মোবাইলের নিচের এই ডিফল্ট অ্যাপ্সটি ব্যবহার করব। তাই যাদের মোবাইলে এই Memo অ্যাপ্সটি নেই তারা কিন্তু লেখাকে ইমেজ/পিডিএফ করতে পারবেন না।

সাধারণত এটা 4.0, 4.1.2, 4.2.2 কিংবা ৫ এর নিচের ভার্সনের মোবাইলে থাকে। এগুলো বাদেও যেসকল মোবাইলে Memo অ্যপ্সটি থাকবে ঐসকল মোবাইলে কাজটা করা যাবে।

Memo দিয়ে লেখা ইমেজ/পিডিএফ করুন

Memo অ্যাপ্সটা ওপেন করুন।

যে লেখা ইমেজ/পিডিএফ করবেন তা লিখুন এবং “Save” এ ক্লিক করুন।

এবার Saving হবে।

Save করা লেখার উপর চেপে ধরুন।

“Export” এ ক্লিক করুন।

“My files” এ ক্লিক করুন।

এখন লেখা ইমেজ করতে চাইলে ১ম টায় ক্লিক করুন, আর পিডিএফ করতে চাইলে ২য় টায়।

Export সম্পূর্ণ হলে “Export Completed” আসবে।

Memo থেকে বেরিয়ে File Manager/My Files এ যান।

“Device storage” এ যান।

“TMemoExports” ফোল্ডারে যান।

এবার দেখুন, একটু আগের Export করা ইমেজ এবং পিডিএফটা .jpg এবং .pdf হয়েছে।

ইমেজ ↓

পিডিএফ ↓

এভাবে Memo দিয়ে খুব সহজেই লেখাকে ইমেজ বা পিডিএফ করতে পারবেন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar