ad720-90

ওয়ালটনের নতুন ফুল-ভিউ ফোরজি ফোন বাজারে


ফুল-ভিউ ডিসপ্লের নতুন স্মার্টফোন বাজারে ছেড়েছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। ‘প্রিমো ইএফএইট’ মডেলের ওই ফোনটি চতুর্থ প্রজন্ম বা ফোরজি নেটওয়ার্ক সমর্থিত। এটিকে দেশে তৈরি সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফুল ভিউ-ডিসপ্লের ফোরজি হ্যান্ডসেট বলছে ওয়ালটন।

মেরিন ব্লু, ব্ল্যাক এবং গোল্ডেন রঙের আকর্ষণীয় ডিজাইনের ফোনটি দেশের সব ওয়ালটন প্লাজা, ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে মিলছে। এর দাম মাত্র ৪,৯৯৯ টাকা। তবে এই ফোনে ৩০০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে ওয়ালটন। ফলে মাত্র ৪,৬৯৯ টাকায় হ্যান্ডসেটটি হাতে পাবেন ক্রেতারা।

ওয়ালটন সূত্র জানায়, প্রিমো ইএফএইট মডেলে ব্যবহৃত হয়েছে ৪.৯৫ ইঞ্চির নিউ জেনারেশন ১৮:৯ রেশিওর ফুল ভিউ ডিসপ্লে। ফলে ইন্টারনেট ব্রাউজিং, গেম খেলা কিংবা ভিডিও দেখায় গ্রাহক পাবেন অনন্য অভিজ্ঞতা।

ফোনটির উচ্চগতি নিশ্চিতে ব্যবহৃত হয়েছে ১.৪০ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর। রয়েছে ১ গিগাবাইট ডিডিআর৩ র্যাম। প্রাণবন্ত ভিডিও ও গেমিং অভিজ্ঞতা দিতে গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে মালি-টি৮২০। প্রয়োজনীয় ফাইল সংরক্ষণে রয়েছে ৮ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোনটির উভয় পাশে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরার বিশেষ ফিচারের মধ্যে রয়েছে অটো মোড, ম্যানুয়াল মোড, ডিজিটাল জুম, সেলফ-টাইমার, ফেস এবং স্মাইল ডিটেকশন, এক্সপোজার কন্ট্রোল, কালার কন্ট্রোল, ফেস বিউটি, প্যানোরমা, এইচডিআর, নাইট শট, অডিও পিকচার, কিউআর কোড স্ক্যানার, টাইম ল্যাপস, স্লো মোশন ইত্যাদি। পেছনের ক্যামেরায় ফুল এইচডি এবং সামনের ক্যামেরায় এইচডি ভিডিও ধারণ করা যাবে।

অ্যান্ড্রয়েড ওরিও ৮.১ (গো এডিশন) পরিচালিত স্মার্টফোনটির প্রয়োজনীয় পাওয়ার ব্যাক-আপের জন্য রয়েছে ২০৫০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি।

ফোরজি সাপোর্টেড ফোনটিতে একসঙ্গে ব্যবহার করা যাবে দুটি সিম। কানেক্টিভিটির জন্য আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪.২, ল্যান হটস্পট, ওটিএ ও মাইক্রো ইউএসবি সুবিধা, জিপিএস, এ-জিপিএস, এক্সিলারোমিটার (থ্রিডি) ইত্যাদি। মাল্টিমিডিয়া ফিচার হিসেবে আছে ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক ও রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar