ad720-90

শিল্পীসহায়ক অ্যাপ ‘প্লাটুন’ অ্যাপলের মালিকানায়


স্বাধীন গায়কদের জন্য তহবিল সংগ্রহ, তাদের সঙ্গীত ছড়ানো এবং প্রচারণার কাজ করে প্লাটুন। অধিগ্রহণের শর্ত এখনও প্রকাশ করা হয়নি। সব মিলিয়ে ডজনখানেক কর্মী রয়েছে প্লাটুনের– খবর সিএনবিসি’র।

ধারণা করা হচ্ছে, এই চুক্তি অ্যাপল মিউজিকের জন্য স্বতন্ত্র গায়ক খুঁজে বের করা এবং তাদের উন্নয়নের কাজে অ্যাপলকে সহায়তা করবে। ফলে স্পটিফাইয়ের মতো প্রতিদ্বন্দ্বী সেবার চেয়ে নিজেদের আলাদা রাখতে পারবে অ্যাপল।

নতুন গায়কদের জন্য স্টুডিও ভাড়া করে রেকর্ডিং এবং মিউজিক এডিটিং সফটওয়্যার অনেক খরুচে। প্লাটুন এই গায়কদেরকে তহবিল সংগ্রহে সহায়তা করবে, তাদের সেবায় অন্তর্ভুক্ত করবে এবং বড় পরিসরে সাধারণ গ্রাহক যাতে তাদের শুনতে পায় সে ব্যবস্থা করবে।

প্লাটুন প্রতিষ্ঠা করেছেন স্কাইপ-এর সাবেক নির্বাহী কর্মকর্তা সল ক্লেইন। এর আগে লাভফিল্ম এবং ডেনজিল ফেইগেলসন-এর মতো আরও কিছু প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন ক্লেইন।

এযাবত মিউজিক খাতে অ্যাপলের সবচেয়ে বড় অধিগ্রহণ হলো বিটস ইলেকট্রনিকস। ২০১৪ সালের মে মাসে ৩০০ কোটি মার্কিন ডলারে প্রতিষ্ঠানটি কেনে অ্যাপল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar