ad720-90

বাজারে আসছে হুয়াওয়ের নোভা ফোর


হুয়াওয়ের আপার মিডরেঞ্জের ফোন নোভা। এই সিরিজে চারটি ফোন আনে প্রতিষ্ঠানটি। ফোনগুলো জনপ্রিয়তা পায়। এরই ধারবাহিকতায় এবার হুয়াওয়ে আনছে নোভা ফোর। এই ফোনটি পূর্বের সব নোভা সিরিজের ফোনের থেকে আলাদা।

ফোনটিতে হাইএন্ড সিরিজের চিপসেট এবং উন্নত কনফিগারেশন ব্যবহৃত হয়েছে। ফোনটিতে ইন-স্কিন সেলফি ক্যামেরা সংযোজন করা হয়েছে। সম্প্রতি নোভা ফোর ফোনের টিজার প্রকাশ করেছে হুয়াওয়ে। প্রকাশিত টিজারে দেখা যাচ্ছে ডিসপ্লের মধ্যেই আছে সেলফি ক্যামেরা। ডিসপ্লের উপরিভাগে বাম কোণায় ছোট্ট একটা বিন্দুর মতো ক্যামেরা মডিউল ব্যবহৃত হয়েছে। এর আগে কোনো ফোনে এই ধরনের সেলফি ক্যামেরা দেখা যায়নি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলো জানিয়েছে, হুয়াওয়ে নোভা ফোর বাজারে আসবে ১৭ ডিসেম্বর। গতবছর হুয়াওয়ে নোভো টু বাজারে আনে। এতে ছিল কিরিন ৯৬০ চিপসেট। এ বছরের জুলাইতে আসে নোভা থ্রি। নোভো থ্রিতে কিরিন ৯৭০ চিপসেট ব্যবহৃত হয়েছিল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar