ad720-90

ফোনের সঙ্গে এবার স্মার্ট হচ্ছে জ্যাকেট


ফিচারটির
নাম বলা হয়েছে ‘অলওয়েজ টুগেদার’। গ্রাহকের ফোন থেকে জ্যাকেটের দূরত্ব যদি বেশি বেড়ে
যায় তবে স্বয়ংক্রিয়ভাবে সতর্কতা দেওয়া হবে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট
ভার্জ।

জ্যাকেট
এবং ফোন দুই দিকেই নোটিফিকেশন পাঠানো হবে এই ফিচারের মাধ্যমে।

ফিচারটি
দিয়ে ফোনে নোটিফিকেশন পাঠানো হবে। আর জ্যাকেটের হাতায় একটি বিশেষ বন্ধনীতে কম্পন ও
বাতির মাধ্যমে সংকেত দেওয়া হবে।

জ্যাকেটের
বন্ধনীতে একটি ম্যানুয়াল ‘ফাইন্ড ইওর ফোন’ ফিচারও থাকবে। এর মাধ্যমে দূরে থাকা ফোনে
পুরো ভলিউমে রিং বাজানো যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্মার্ট
জ্যাকেটের মাধ্যমে ফোনের মিউজিকও নিয়ন্ত্রণ করতে পারবেন গ্রাহক। এমনকি গুগল ম্যাপসও
ন্যাভিগেট করা যাবে।

নতুন
এই লিভাই’স স্মার্ট জ্যাকেটের বাজার মূল্য বলা হয়েছে ৩৫০ মার্কিন ডলার।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar