ad720-90

যে সকল অ্যাপে টেক্সট কপি-সিলেক্ট করা যায় না, ঐসকল অ্যাপেও টেক্সট কপি-সিলেক্ট করুন।


আমরা প্রতিনিয়ত কত অ্যাপই না ব্যবহার করি। অনেক অ্যাপে টেক্সট সিলেক্ট করে কপি করা যায়। কিন্তু আমাদের তখনই খারাপ লাগে যখন অ্যাপটা ডাউনলোড করলাম, অথচ স্বাদের অ্যাপ থেকে টেক্সট কপি করা যায় না। কিন্তু আপনার ঐ অ্যাপের টেক্সট কপি করা অতি জরুরী! তখন কি করবেন?

হুম, সে বিষয়ের সমাধান নিয়েই এসেছি। কারণটাও স্বাভাবিক, আমি প্রশ্ন এবং সমাধান নিয়েই প্রতিবার আসি। যেসব অ্যাপ থেকে লেখা কপি করতে পারেননা ঐসব অ্যাপ থেকে লেখা কপি করার টিউটোরিয়াল দেয়া হলো।

Let’s Start!

আনুমানিক, কম-বেশি আমাদের প্রায় মোবাইলে হয়তো App Cloner অ্যাপটি রয়েছে। কারণ এটা একটা জরুরী থেকেও আরো জরুরী অ্যাপ।

যদি অ্যাপটা না থাকে নিচে ক্লিক করে ডাউনলোড করে নিন।

ডাউনলোড করার পর App Cloner অ্যাপটি ওপেন করুন।

এখন, যে অ্যাপটা থেকে লেখা কপি-সিলেক্ট করতে পারেন না ঐ অ্যাপটা সিলেক্ট করুন।

উদাহরণস্বরূপ, আমি Writings অ্যাপটি সিলেক্ট করলাম।

“Modding” মেনু থেকে “Display options” এ যান।

“Allow text selection” অপশনটি চালু করুন।

“Ok” চাপুন।

এবার চালু হলে, ব্যাক করুন।

“√” অপশনটিতে ক্লিক করুন।

“CONTINUE” ক্লিক করুন।

তারপর, আবার “OK” চাপুন।

এবার Cloning হতে ১ মিনিট সময় নিবে।

Cloning সম্পূর্ণ হলে মোডেড অ্যাপটি Signing হবে।

“INSTALL APP” এ ক্লিক করুন।

ইন্সটল করার পর মোডেড অ্যাপটি ওপেন করুন।

কোন লেখার ওপর চেপে ধরুন অথবা ডাবল ক্লিক করুন। দেখবেন Text selection enabled হয়ে লেখা সিলেক্ট হয়ে যাবে।

এরপর কপি করে নিন।

আবার লেখার উপর চেপে ধরলে বা ডাবল ক্লিক করলে তা Text selection disabled হয়ে যাবে।

আপনাদের জন্য আমার কপি করা লেখাটা নোট অ্যাপে পেস্ট করে দেখালাম।

এই ট্রিকটি কিন্তু মাঝে মাঝে কাজ করবে না।

জেনে নিন তা কখনঃ

(১) যখন অ্যাপটি গেম হবে।
(২) Web-based অ্যাপ হলে।
(৩) Web views অ্যাপ হলে।

এই ট্রিকটি ব্যবহার করলে আপনার কোন অ্যাপের টেক্সট কপি-সিলেক্ট করার সমস্যা থাকবে না। তাই এখন থেকে কোন অ্যাপের টেক্সট কপি-সিলেক্ট না করতে পারলে এ ট্রিকটি ব্যবহার করতে পারবেন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar