ad720-90

[hot post] wapkiz ইউজাররা কোথায়?দেখে নিন আপনাদের সাইট গুগলে কিভাবে সাবমিট করবেন?


———–
আসসালামু আলাইকুম।
আপনারা সকলে কেমন আছেন?
আশা করি ভাল আছেন।
আজকের পর থেকে ত আরো ভাল থাকবেন। কারণ আজ আপনারা শিখতে পারবেন যে,কিভাবে গুগলে সাইট সাবমিট করবেন।
ফেইসবুকে আমাকে অনেকেই অনুরোধ করেছেন যে, সাইট গুগলে সাবমিট করার জন্য।ফেইসবুকে জাভা ফ্যামিলি গ্রুপে অনেকেই পোস্ট করেছেন যে,সাইট যেন গুগলে এড করে দেওয়া হয়।কিন্তু একে একে ত সাইট গুগলে সাবমিট করা সম্ভব না।
তাই না?
অনেক সময়ের ব্যপার।
সেজন্য আপনাদের কাছ থেকে ক্ষমা চাইছি।আর ফেইসবুকে অনেকেই আছে, যারা সাইট গুগলে সাবমিট করতে পারে বলে, মানুষদের কাছ থেকে টাকা মেরেছেন।আমি নিজেই তার প্রমাণ পেয়েছি।সেজন্য কোনো উপায় না পেয়ে এই ট্রিকটি আমায় শেয়ার করতে হল।যেন আর কেউ না ঠকে।
অনেক কথা বলে ফেললাম, চলুন কাজের কথায় আসা যাক।
প্রথমে স্ক্রিনশটে দেখে নিন যে,আমার সাইট subrabd.ga গুগলে সাবমিট করা নেই।

এখন আপনার wapkiz সাইটে লগ ইন করুন।
তারপর প্যানেল এ ঢুকুন।
নিচে স্ক্রিনশট দেখে নিন।

তারপর submit your site to google এ ক্লিক করুন।
নিচের স্ক্রিনশট দেখুন।

নিচের স্ক্রিনশট এর মত একটি ট্যাব ওপেন হবে।

তারপর add a property তে ক্লিক করুন।

নিচের স্ক্রিনশট দেখুন।

তারপর আপনার সাইটের নাম লিখে এড এ ক্লিক করুন।
এখানে আমি আমার সাইটের নাম লিখলাম।
নিচের স্ক্রিনশট দেখুন।

তারপর নিচের স্ক্রিনশট এর মত একটি পেজ ওপেন হবে।
ভেরিফিকেশন ফাইলটি ডাউনলোড করুন।বুঝতে না পারলে স্ক্রিনশট দেখুন।

তারপর আবার আপনার সাইটে ঢুকে google webmaster tool verify by file তে ক্লিক করুন।
বুঝতে অসুবিধা হলে স্ক্রিনশট দেখুন।

তারপর আপনার ডাউনলোড কৃত কোডটি ভেরিফাই করার জন্য আপলোড করতে হবে।
বুঝতে না পারলে স্ক্রিনশট দেখুন।

তারপর আপনার ডাউনলোড কৃত কোডটি সিলেক্ট করুন।সিলেক্ট করার পর আপলোড এ ক্লিক করুন

তারপর আপনার আগের ট্যাবটি ওপেন করুন।যেখান থেকে html কোডটি ডাউনলোড করে ছিলেন।
তারপর i am not a robot এর পাশে ঠিক চিহ্ন দিয়ে ভেরিফাই করুন।
বুঝতে না পারলে স্ক্রিনশট দেখুন।

এই যে,দেখুন ঠিক চিহ্নটি দেখা যাচ্ছে।তারপর ভেরিফাইতে ক্লিক করলাম।

নিচের স্ক্রিনশটে দেখুন ভেরিফাই হয়ে গেছে।

ভেরিফাই হওয়ার পর সাইট গুগলে এড হতে কয়েক ঘন্টা সময় লাগবে।
ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন।
(বি.দ্র:অবশ্যই গুগল ক্রোম বা পাফিন ব্রাউজার ব্যবহার করবেন)
…………
পোস্টটি কেমন লাগল অবশ্যই জানাবেন।যদি ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনার যদি কমেন্ট করতে কষ্ট হয়,তাহলে অন্তত একটা লাইক দিয়ে যাবেন।
আপনারা যদি আমার পাশে থাকেন,
তাহলে পরবর্তীতে আরো ভাল পোস্ট উপহার দেওয়ার চেষ্টা করব।
……..
আর হ্যা, এই পোস্ট অন্যকোথাও করা হয় নি।পোস্টটি আমিই প্রথম করলাম ট্রিক বিডিতে।
কপি করলে অবশ্যই ক্রেডিট দিবেন।
আর যারা বলবেন যে,এটা নিয়ে অনেক পোস্ট আছে।তাদের বলছি,আগে একটু গুগলে সার্চ দিয়ে দেখুন।wapka আর wapkiz. নাম দুইটা প্রায় একই রকম। তাই গুগলে সার্চ দেওয়ার পর গুলিয়ে ফেলবেন না।তাছাড়া গুগলে যেগুলো দেখতে পাবেন, সব wapka নিয়ে।wapka সাইট গুগলে এড করার সিস্টেম আলাদা।আর wapkiz সাইট গুগলে এড করার সিস্টেম আলাদা। পারলে এটাও মিলিয়ে নিয়েন।
……..
ধন্যবাদ……….
ফেইসবুকে আমি:- অন্তহীন উচ্ছ্বাস

যদি পারেন, তাহলে আমার ছোট্ট সাইটটি একটু ভিজিট করে আসবেন।subrabd.ga





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar