ad720-90

ভারতে ‘প্রিমিয়াম’ আইফোন বানাবে অ্যাপল


দেশটিতে
ফক্সকন
কারখানায়
প্রিমিয়াম
আইফোন
উৎপাদন
শুরু
করবে
মার্কিন
প্রযুক্তি
জায়ান্ট
প্রতিষ্ঠানটি।
২০১৭
সাল
থেকে
এই
কারখানায়
আইফোন
উৎপাদন
করে
আসছে
অ্যাপল।
আইফোন
এসই
দিয়ে
শুরু
করে
চলতি
বছরের
প্রথম
দিকে
দেশটিতে
আইফোন
৬এস
উৎপাদনে
নামে
প্রতিষ্ঠানটি।

এবার
ফক্সকনের
সঙ্গে
নতুন
চুক্তিতে
ভারতে
আইফোন
X-এর
মতো
নতুন
এবং
আরও
দামি
আইফোন
উৎপাদন
করবে
অ্যাপল–
খবর
প্রযুক্তি
সাইট
ভার্জের।

সাম্প্রতিক
বছরগুলোতে
আমদানিকৃত
স্মার্টফোনের
ওপর
শুল্ক
অনেক
বাড়িয়েছে
ভারতীয়
সরকার।
আর
ভারতে
ডিভাইস
প্রস্তুত
করতে
নির্মাতা
প্রতিষ্ঠানগুলোকে উৎসাহ দিতে এবং দেশটির উৎপাদন ব্যবসা বাড়ানোর লক্ষ্যে কমানো হয়েছে আমদানিকৃত যন্ত্রাংশের ওপর শুল্ক। ধারণা করা হচ্ছে একারণেই দেশটিতে প্রিমিয়াম আইফোন উৎপাদনে নজর দিচ্ছে অ্যাপল।

উচ্চ
শুল্ক
এড়াতে
দেশটিতে
আইফোন
এসই
এবং
৬এস
উৎপাদন
শুরু
করে
অ্যাপল।
যদিও
পুরানো
আইফোন
দিতে
এই
কৌশলে
তেমন
সাফল্য
পায়নি
প্রতিষ্ঠানটি।
এবার
নতুন
আইফোনের
জন্যও
একই
কৌশলে
এগোতে
চেষ্টা
করছে
তারা।

স্যামসাং
এবং
শিয়াওমির
সস্তা
স্মার্টফোনের
কারণে
ভারতীয়
বাজারে
দামী
আইফোন
নিয়ে
ধুঁকতে
হচ্ছে
অ্যাপলকে।
দেশটিতে
এখন
পর্যন্ত
অ্যাপলের
সবচেয়ে
জনপ্রিয়
ফোন
হলো
আইফোন
৬।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar