ad720-90

১ জানুয়ারি থেকে যে সকল ফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ


নতুন বছরের প্রথম দিন থেকে বেশ কিছু ফোনে কাজ করবে না জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ৷  পরের বছর ফেব্রুয়ারি মাস যুক্ত হবে আরও কিছু ফোন ৷ হোয়াটস অ্যাপ জানিয়েছে, ২০১৮ সালের  ৩১ ডিসেম্বর নোকিয়া এস৪০ মোবাইলে পরিষেবা দেওয়া হবে ৷ কিন্তু ১ জানুয়ারি থেকে এই ফোনে হোয়াটসঅ্যাপ পরিষেবা পাওয়া যাবে না ৷ এছাড়া অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম(ওএস) ২.৩.৭ ও তার পুরানো ওএস এবং আইওএস ৭ ফোনগুলিতে ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ ৷

আইফোন ৪, ৪এস, ৫ ও ৫সি ফোনগুলি চলে আইওএস ভার্সন ৭ এ ৷ প্রযুক্তিগত কারণে পাঁচ বছরের বেশি পুরানো এই মডেলের ফোনগুলি এই অপারেটিং সিস্টেমে আর কাজ করতে পারে না ৷ হোয়াটসঅ্যাপ আগেই জানিয়েছিল, এই মডেলের ফোনগুলিতে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় তাতে হোয়াটস অ্যাপের নতুন ফিচারগুলি সাপোর্ট করে না৷ তাই কারোর ফোনের অপারেটিং সিস্টেম আইওএস ভার্সন ৭ বা তার পুরানো হয় তাহলে গ্রাহকরা নতুন অ্যান্ড্রয়েড রানিং ওএস ৪.০+ অথবা আইফোন রানিং আইওএস ৭+ অথবা উইনডোস ফোন ৮.১+ ব্যবহার করুন৷

 

যেসব প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপ আর সাপোর্ট করে না:
অ্যান্ড্রয়েড ভার্সন ২.৩.৩
উইনডোস ফোন ৭
আইফোন ৩জিএস/আইওএস ৬
নোকিয়া সিমবিয়ান এস৬০

যেসব ফোন ব্যবহার করতে হোয়াটসঅ্যাপ পরামর্শ দেয়
অ্যান্ড্রয়েড রানিং ওএস ৪.০+
আইফোন রানিং আইওএস ৮+
উইনডোস ফোন ৮.১+
জিও ফোন
জিও ফোন ২





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar