ad720-90

তেলে নয়, পানিতে চলবে গাড়ি!


আধুনিকতার সাথে সাথে বাড়ছে গাড়ির সংখ্যা। সেই সাথে কমছে জ্বালানি তৈল। বাড়ছে জ্বালানির ব্যবহার। সড়কে দৌড়ে বেড়ানো গাড়ি থেকে যে জ্বালানি ভস্ম বের হয় তা পরিবেশের জন্য ক্ষতিকর। এছাড়া জ্বালানির মূল্য পরিশোধে ব্যয় হয় প্রচুর অর্থ। তাই পেট্রোল বা গ্যাসের বিকল্প হিসেবে পানি দিয়ে গাড়ি চালানোর উপায় উদ্ভাবনে কাজ শুরু করে ইজরাইলের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা আভিভ জিদন।

বিষয়টি বাস্তবে রুপ দিয়েছেন তিনি। অ্যালুমিনিয়াম-এয়ার, জিঙ্ক এয়ার ব্যাটারিতে চলবে এই গাড়িটি। ব্যাটারিগুলি বাতাস থেকে অক্সিজেন নিতে পারে, আর ধাতুগুলির সঙ্গে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। সেই শক্তিতে ভর করে সর্বত্র চলবে এই গাড়ি। একটি ব্যাটারি একবার পানি ভরলে টানা ৩০ কিমি পর্যন্ত যেতে সক্ষম এই গাড়ি।

খবরে বলা হয়েছে, বিকল্প শক্তির অনুরাগী হওয়ায় মেটাল-এয়ার টেকনোলজির সাহায্য নেয়া হয়েছে। ইজরাইলের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষক আরিয়ে জাবানের গবেষণাগারে এই জিরো এমিশন-হাই ডেনসিটি সিস্টেমের ব্যাটারি তৈরি করা হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar