ad720-90

মারুতি সুজুকির নতুন গাড়ি Wagon R


বাজারে এলো মারুতি সুজুকির নতুন ওয়াগন আর। তৃতীয় প্রজন্মে এই ওয়াগন আর রূপে গুণে আগের প্রজন্মের থেকে আরও ভাল বলে দাবি সংস্থার। ভারতের দিল্লিতে নতুন মডেলের দাম শুরু হচ্ছে ৪.১৯ লক্ষ টাকা এক্স শোরুম থেকে। টপ ভেরিয়্যান্টের দাম পৌঁছবে ৫.৬৯ লক্ষ টাকায়।

নতুন ওয়াগন আর-এ বেশ কিছু বড়সড় বদল করেছে মারুতি সুজুকি। বদলে গিয়েছে গাড়ির ফ্রন্ট লুক। গাড়িতে নতুন গ্রিল ও হেডল্যাম্প ব্যবহার করেছে সংস্থা। এছাড়া ফ্রন্ট বাম্পারে রয়েছে ত্রিকোণাকার ফগ ল্যাম্প ক্লাস্টার।

গাড়ির পিছনেও আমূল বদল করেছে মারুতি সুজুকি। এবার আরও লম্বা টেইল ল্যাম্প ব্যবহার করেছে তারা। পুরনো ওয়াগন আরের তুলনায় নতুন ওয়াগন আরও ৬০ মিমি লম্বা। ১৪৫ মিমি চওড়া। কিন্তু গাড়ির উচ্চতা ২৫ মিমি কমিয়েছে সংস্থা।

গাড়িটির হুইলবেস আগের থেকে ৩৫ মিমি বাড়িয়েছে মারুতি সুজুকি। ফলে গাড়ির ভিতরে জায়গার অভাব হওয়ার কথা নয়।

এই প্রথম ওয়াগন আর-এ ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন ব্যবহার করেছে মারুতি সুজুকি। তবে ১ লিটার ভার্সনও মিলবে। ১.২ লিটার ইঞ্জিন থেকে মিলবে ৬৭ বিএইচপি ক্ষমতা ও ৯০ নিউটর মিটার টর্ক। সঙ্গে থাকছে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar