ad720-90

স্যামসাং আনলো ল্যাপটপের ইউএইচডি ওলেড প্যানেল


নতুন এই পর্দার পিক্সেল রেজুলিউশান বলা হয়েছে ৩৮৪০X২১৬০। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পর্দাটি বাজারে আনার কথা জানিয়েছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি– খবর আইএএনএস-এর।

স্যামসাংয়ের দাবি নতুন এই পর্দাটিতে উচ্চ রেজুলিউশন, কম নীল আলো এবং ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল রয়েছে, যা প্রিমিয়াম মানের পর্দার সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে।

সাধারণত এলসিডি পর্দা থেকে আকারে পাতলা এবং কম শক্তি খরচ করে ওলেড প্যানেল। তবে এলসিডি প্যানেলের চেয়ে এর দাম ৫০ থেকে ৬০ মার্কিন ডলার বেশি হয়।

বাজার বিশ্লেষকদের ধারণা ২০১৯ সালে ইউএইচডি ওলেড প্যানেলযুক্ত ল্যাপটপের চাহিদা অনেক বাড়বে। উচ্চ রেজুলিউশানের কনটেন্ট দেখা ও গেইম খেলার জন্য ভালো হবে এই পর্দাগুলো।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar