ad720-90

[Requested] Suspended ইউটিউব চ্যানেল ফিরিয়ে আনতে শেষ চেষ্টা৷ (বিস্তারিত ভিতরে)


[h1]আসসালামু আলাইকুম,
আল্লাহর রহমতে সবাই আশা করছি ভালো আছেন।[/h1]

গত পর্বে আপনাদের আমি বলেছিলাম যে, আপনাদের রেস্পন্স পেলে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে পোস্ট করব।

আপনাদের রেস্পন্স রেট ভালো ছিল।
তাই আজকের এই পোস্ট।

বিষয়বস্তুঃ কিভাবে আপনার সাস্পেন্ড হওয়া Youtube চ্যানেল ফিরিয়ে আনতে পারেন।

আল্লাহ সহায় থাকলে ১০০% আসবে।

অনেকেই বিষয়টি তুচ্ছ/তাচ্ছিল্য করতে পারেন।

তবুও একটি বার আমার Instructions অনুসরন করে আপিল করুন।

ফিরে পেলে আমার জন্য শুভ কামনা করবেন।

অনেক বক্তৃতা দেয়া হয়ে গেলো।
এখন কাজে আসি।

১. Youtube suspend মুক্ত করার আপিল করতে ক্লিক করুন।

২. প্রথম বক্সে আপনার সম্পুর্ন নাম দিন।

৩. দ্বিতীয় বক্সে আপনি যেই ইমেল লগিন করে চ্যানেলে ঢুকতে পারেন সেই ইমেল দিন।

৪. তৃতীয় বক্সে আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনার সচল ইমেল দিন।

৫. আপনার সাস্পেন্ড হওয়া চ্যানেলের link দিন।

৬. সর্বশেষ বক্সটিতে লিখুন,

Hi sir,
I am Alif Hossain from Bangladesh.
I was a new youtuber of this channel & this youtube account was suspended about 2years ago.

The reason of suspention was copyright issue. I hadn’t enough knowledge about Youtube Community Guidelines. I didn’t know properly about youtube rules and terms.

That’s why, i did mistake.

But now, i know everything about youtube rules what shouldn’t i do.

Please understand my guilty and perdon me for the first time.

I promise, i will never do anything wrong.

Have a good day.

উপরে আমার নামসহ ডেমো দেয়া হয়েছে। আপনারা আপনাদের তথ্য দিয়ে পরিবর্তন করে নিবেন।

৭. সবশেষে মিলিয়ে দেখুন সব সঠিক আছে কিনা।

৮. এখন সাবমিট দিন।

ব্যস।
আল্লাহর উপর ভরসা রাখুন। আমিও রেখেছিলাম।

বিদ্রঃ আমি ২বার আপিল করে পাইনি। কিন্তু উপরোক্ত Text লিখে আবেদন করার পর ফেরত পাই।

এ বিষয়ে আগের পোস্টে বিস্তারিত বলেছিলাম।

যদি ফিরে পান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না।
অবশ্যই জানাবেন কিন্তু।

আর হ্যা,
সবাই যে ফেরত পাবেন এমন গ্যারান্টি গুগল এর জন্মদাতা ছাড়া কেউ দিতে পারবে না।
(আল্লাহ অবশ্যই ছাড়া)

ট্রাই করতে দোষ কি বলুন।!

দেখা হচ্ছে আপনাদের মতামত পর্বে।

শুভ রাত্রি।

যদি পোস্টটি আপনার উপকারে এসে থাকে তবে ধন্যবাদ স্বরুপঃ
ফেসবুক পেজঃ Know For Share

ফেসবুক গ্রুপঃ Know For Share

ইউটিউবঃ Know For Share

The post [Requested] Suspended ইউটিউব চ্যানেল ফিরিয়ে আনতে শেষ চেষ্টা৷ (বিস্তারিত ভিতরে) appeared first on Trickbd.com.



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar