ad720-90

চারপাশে বাঁকানো পর্দার পেটেন্ট শিয়াওমির


২০১৪ সালে কার্ভড পর্দার গ্যালাক্সি
এজ স্মার্টফোন উন্মোচন করে স্যামসাং। পরবর্তীতে গ্যালাক্সি এস৯ বা নোট ৯ ডিভাইসেও দেখা
গেছে ওই পর্দা। কিন্তু এই ডিভাইসগুলোর পর্দা দুই পাশে বাঁকানো, ওপরে এবং নিচে সমান।

এবার শিয়াওমির পেটেন্টে দেখা গেছে
পর্দার ওপরে এবং নিচের দিকেও বাঁকানো। কিন্তু এমন কোনো ডিভাইস আনা হবে কিনা তা এখনও
নিশ্চিত করে বলা যাচ্ছে না। এব্যাপারে জানতে সিনেটের পক্ষ থেকে শিয়াওমির সঙ্গে যোগাযোগ
করা হলেও কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।

পেটেন্টটি প্রকাশ করা হয়েছে ওয়ার্ল্ড
ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিস (ডাব্লিউআইপিও) গ্লোবাল ডিজাইন ডেটাবেইজে। পেটেন্টের
একট মকআপ নকশাও দেওয়া হয়েছে এতে।

শিয়াওমির নতুন পেটেন্ট নিয়ে কিছু প্রশ্নও রয়েছে–

  • পর্দায় কনো নচ নেই, সেলফি
    ক্যামেরা যাবে কোথায়?
  • ডিভাইসের পাশে রাখা হয়নি
    কনো বাটন, পাওয়ার বাটনের কাজ কীভাবে হবে?
  • ফোনটি সুরক্ষিত করা হবে কিভাবে? যদি এতে পর্দার
    মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না থাকে?

নতুন এই পেটেন্টের বাস্তবিক প্রয়োগ
দেখা যাবে কিনা তা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar