ad720-90

প্রধান নির্বাহীর পদে দরকার নেই মাস্কের!


প্রধান
নির্বাহীর পদ ছাড়ার কথা বললেও মাস্ককে সমর্থনও করেছেন তিনি। অন্য পদে তাকে দরকার বলে
মনে করেন অ্যান্ডারসন– খবর রয়টার্স-এর।

“অন্য
পদে আমরা তার বিপক্ষে যাবো না। আমি মনি করি না প্রধান নির্বাহীর পদে তাকে দরকার,” বলেন
বেইলি গিফোর্ড-এর ‘গ্লোবাল
ইকুইটি’
বিভাগের প্রধান এন্ডারসন।

টেসলায়
মাস্কের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন এন্ডারসন। কিন্তু ‘চিফ আইডিওলগ’-এর মতো পদে দায়িত্ব
নিতে পারেন টেসলা প্রতিষ্ঠাতা।

বৈদ্যুতিক
গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটিতে এডিনবার্গ-ভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান বেইলি
গিফোর্ড-এর শেয়ার প্রায় আট শতাংশ।

বিষয়টি
নিয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে টেসলা এবং বেইলি গিফোর্ড উভয় প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ
করা হলে মন্তব্য করেনি কোনো প্রতিষ্ঠান।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar