ad720-90

আইফোনে আসতে পারে নতুন অ্যান্টেনা


অ্যাপল
বিষয়ে সঠিক তথ্য ফাঁস করায় খ্যাতি রয়েছে কেজিআই সিকিউরিটিস-এর সাবেক এই অ্যাপল বিশ্লেষকের।
বর্তমানে আরেক বাজার বিশ্লেষনা প্রতিষ্ঠান টিএফ ইন্টারন্যাশনাল-এর বিশ্লেষক হিসেবে
দায়িত্ব পালন করছেন কুয়ো।

রোববার
নতুন এক প্রতিবেদনে কুয়ো বলেন, ২০১৯ সালের আইফোন মডেলগুলোতে মডিফাইড-পিআই (এমপিআই)
অ্যান্টেনা ব্যবহার করা হতে পারে। আগে এতে ব্যবহার করা হতো লিকুইড ক্রিস্টাল পলিমার
(এলসিপি) উপাদান– খবর প্রযুক্তি সাইট সিনেটের।

আগের
বছরের আইফোন Xএস, আইফোন Xএস ম্যাক্স এবং আইফোন Xআর-এ ব্যবহার করা হয়েছে এলসিপি অ্যান্টেনা।
এলসিপি আইফোনের আরএফ কার্যক্ষমতা সীমিত রাখে বলে জানিয়েছেন কুয়ো। প্রযুক্তির সীমাবদ্ধতা
এবং উৎপাদন জটিলতার কারণে এমনটা হয়ে থাকে।

২০২০
সালের আইফোনের ৫জি অ্যান্টেনার প্রাথমিক উপাদান হিসেবে এখনও এলসিপি ব্যবহার করা হবে
বলে বিশ্বাস কুয়োর। এলসিপি অ্যান্টেনার উৎপাদন জটিলতার কারণে আরএফ কার্যক্ষমতা সীমিত
হওয়ার বিষয়টি ততদিনে সমাধান হবে বলে ধারণা করছেন তিনি।

২০১৯
সালের শেষ দিকে আইপ্যাডেও এলসিপি অ্যান্টেনা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন এই অ্যাপল
বিশ্লেষক।

এ বিষয়ে
জানতে সিনেটের পক্ষ থেকে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি
প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar