ad720-90

হোয়াটসঅ্যাপে অডিও মেসেজের নতুন ফিচার


লাস্টনিউজবিডি,০১ জুন: আবার নতুন আপডেট পেল হোয়াটসঅ্যাপ। একসাথে একগুচ্ছ ভয়েস মেসেজ এলে আগে প্রতিটি মেসেজে শোনার জন্য আলাদা করে প্রত্যেকটি প্লে বাটনে ট্যাপ করতে হতো। সবশেষ আপডেটে প্রথম অডিও মেসেজে প্লে বাটনে ক্লিক করলে নিজে থেকেই বাকি মেসেজগুলি চলতে শুরু করবে। আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনে এই আপডেট পাঠিয়েছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি।

অ্যান্ড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপ স্টেবেল ভার্সান 2.19.150 এর হাত ধরে এই আপডেট পৌঁছেছে। এই আপডেটের ফলে একাধিক ভয়েস মেসেজে পরপর প্লে বাটনে ট্যাপ করার ঝামেলা থেকে মুক্তি পাবেন গ্রাহকরা। প্রথম অডিও মেসেজে প্লে বাটনে ট্যাপ করে পরপর সব অডিও মেসেজ শুনে নেওয়া যাবে।

এখনই প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ আপডেট করে এই ফিচার ব্যবহার শুরু করতে পারেন। অথবা APK ফাইল ডাউনলোড করে ইনস্টল করতে পারেন নিজের ফোনে। এই আপডেটে অডিও মেসেজ প্লে ব্যাকে নতুন ফিচারের সাথেই হোয়াটসঅ্যাপ সুরক্ষা ব্যবস্থায় আপডেট এসেছে। সূত্র: এনডিটিভি
লাস্টনিউজবিডি/এসএস

সর্বশেষ সংবাদ



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar