ad720-90

চার ডলারে এয়ারপডস বানালো কিশোর


অ্যাপল এয়ারপডস-এর বর্তমান বাজার মূল্য প্রায় ১৬০ মার্কিন ডলার। সেখানে পুরানো ইয়ারপডস-এ গরম আঠা ও তারবিহীন এয়ারবাডস দিয়ে চার ডলারে কাজ সেরেছেন এক রেডিট গ্রাহক– খবর আইএএনএস-এর।

শনিবার স্যাম ক্যাশবুক নামের এক গ্রাহক বলেন, “আমি প্রায় দুই মাস আগে এই প্রকল্প শুরু করি, যখন আমার বন্ধু তার জন্মদিনে একটি এয়ারপডস পায়। তখন আমার মাথায় ভাবনা আসে আমি ঘরেই বানাতে পারি এমন কিছুর জন্য এটার দান অনেক বেশি হয়ে যায়।”

এয়ারপডস বানানোর ভিডিও দেখতে শুরু করেন ওই কিশোর। কিন্তু বেশিরভাগ ভিডিওতেই মজা করে অ্যাপল হেডফোনের তার কেটে ফেলা হয়েছে।

পরবর্তীতে তিনি ইবে থেকে একটি তারবিহীন হেডফোন কিনে এটি খুলে তার ভেতরের যন্ত্রপাতি বের করেন। হেডফোনের মূল স্পিকার খুলে প্রিন্টেড সার্কিটের সঙ্গে অ্যাপল ইয়ারপডস-এর স্পিকার জোড়া লাগিয়ে তারবিহীন এয়ারপডস বানানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar