ad720-90

খুবি সহজে প্রফেশনাল লেভেল এর you-tube thumbnail বানিয়ে নিন একদম ফ্রি তে


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

This is Kayes. To day, I Share this site “how to create Free professional You-tube Thumbnail”

আশা করি সবাই বুঝতে পেড়েছেন যে, এই পোষ্ট এ আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আর দেরি কেনো শুরু করা যাক আমার আজকের টিপসঃ

(অযথা কথা কম হবে কাজের কথা বেশি হবে সুতরাং পোষ্ট ছোট হবে )

আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে canva দিয়ে ফ্রি তে প্রফেশনাল লেভেল এর you-tube thumbnail বানাবেন

প্রথমে canva.com  এ যেয়ে একটি অ্যাকাউন্ট খুলে নিন (আগের থাকলে লগ ইন করেন ) নিচের মত

তারপর নিচের স্কিনশট ফলো করেন লগ ইন করার পর নিচের মত আসবে

তারপর এই লিং এ ক্লিক করেন – নিচের মত পাবেন এখান থেকে start desinging a youtube tham…. এ ক্লিক করেন

তারপর নিচের মর ইন্টারফেস পাবেন

তারপর স্ক্রিনশট ফলো করেন 

 

তারপর –

আপনাদের নিজের মত করে ডিজাইন করে নিন

তারপর- ডিজাইন শেষ হয়ে গেলে Download > File Type> JPG

অপেক্ষা করেন একটু

 

তারপর ডাউনলোড হয়ে যাবে কম্পিউটার এর ডাউনলোড ফোল্ডার এ দেখুন

 

*কাজ শেস্ আমার পেচাল ও শেষ *

যে কোন সমস্যায় কমেন্ট করেন।

সর্বোপরি যতটুকু পারি নিজের ভাসায় লিখেছি

কোন ভুল হলে ছোট ভাই অথবা বড় ভাই হিসাবে ক্ষমা করবেন (অ্যাডমিন সহ সবাই ) এবং ভুল গুলো ধরিয়ে দিবেন যাতে পরবর্তীতে সংশোধন করতে পারি ।

ভালো থাকবেন সবাই

আল্লাহ্‌ হাফেয।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar