ad720-90

পাঁচ মাসে ১০ কোটি স্মার্টফোন বিক্রি হুয়াওয়ের


চীনের উহানে শুক্রবার নতুন তিনটি স্মার্টফোনের পাশাপাশি নতুন সাত ন্যানোমিটার প্রসেসর কিরিন ৮১০ উন্মোচন করে হুয়াওয়ে। এই অনুষ্ঠানে চলতি বছরের স্মার্টফোন বিক্রির হিসাব তুলে ধরেন স্মার্টফোন বিভাগের প্রেসিডেন্ড হি গ্যাং– খবর বার্তাসংস্থা রয়টার্সের।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা আনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একারণে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে চাপের মধ্যে পড়ে হুয়াওয়ে।

প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই বলেন, নিষেধাজ্ঞার কারণে এবছর প্রতিষ্ঠানের আয় তিন হাজার কোটি মার্কিন ডলার কমতে পারে। আগের মাসে চীনের বাইরে হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি ৪০ শতাংশ কমেছে।

যুক্তরাষ্ট্রের চাপে স্মার্টফোন ব্যবসায় অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানের স্মার্টফোনে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের লাইসেন্স চুক্তি বাতিল হওয়ায় চীনের বাইরে স্মার্টফোন ব্যবসা নিয়েই শঙ্কায় রয়েছে তারা।

নিজস্ব মোবাইল অপারেটিং সিস্টেম আনতেও কাজ করছে প্রতিষ্ঠানটি। তবে, এটি ছয় মাসের আগে পুরোপুরি প্রস্তুত হবে না বলেও জানিয়েছেন হুয়াওয়ের কর্মকর্তারা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar