ad720-90

জবসের অনুপ্রেরণাতেই আইভের প্রতিষ্ঠানের নাম


লাভফ্রমের
প্রথম গ্রাহক হবে অ্যাপল। প্রতিষ্ঠানের নামের পেছনেও অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের
অবদান রয়েছে বলে জানিয়েছেন আইভ। সহকর্মীর পাশাপাশি তার নিকট বন্ধুও ছিলেন জবস। নিজের
প্রতিষ্ঠানের নামকরণের পেছনে জবসের সঙ্গে এক কথপোকথনের কথা তুলে ধরেছেন আইভ– খবর বিজনেস
ইনসাইডারের।

এক
সাক্ষাৎকারে আইভ বলেন, “অনেক বছর আগে কর্মীদের একটি সভা ছিলো এবং স্টিভ সেখানে কথা
বলছিলেন। তিনি বলছিলেন মূল অনুপ্রেরণাগুলোর একটি হলো আপনি যখন ভালোবাসা ও যত্ন নিয়ে
কিছু বানান… এমনকি যাদের জন্য পণ্যটি বানানো হচ্ছে হয়তো তাদের সঙ্গে আপনার কখনও সাক্ষাৎ
হবে না এবং তাদের সঙ্গে কখনও হাত মেলানো হবে না… যত্নের সঙ্গে কিছু বানিয়ে আপনি মানবতার
প্রতি, মানব প্রজাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।”

জনি
আইভের মতে জবসের এই অনুপ্রেরণা থেকেই তিনি পরিচিতি পেয়েছেন এবং জবসের দেখানো পথে হেঁটেছেন।
তারই ফলশ্রুতিতে আইফোনের মতো বিখ্যাত পণ্য এসেছে তার নকশায়।

নতুন
প্রতিষ্ঠানের জন্য আইভের দীর্ঘদিনের সঙ্গী মার্ক নিউসনকে নিয়োগ দেওয়ারও পরিকল্পনা রয়েছে।
একসঙ্গে তারা অ্যাপলে যে কাজ শুরু করেছিলেন তা চালিয়ে যাবেন বলেও জানানো হয়েছে।

“এটা
সত্যি দারুন আমি যা শিখেছি এবং আগের ৩০ বছরের শিক্ষা থেকে আমি কাজ চালিয়ে যাবো। এটি
সৃজনশীলদের একটি গোষ্ঠী হবে, বিশ্বের বিস্তৃত অঞ্চলের বিশেষজ্ঞদের,”– বলেন আইভ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar