ad720-90

Basic computer training program | Microsoft word bangla


কেমন আছেন সবাই? আশা করা যায় সবাই ভালো আছেন।

নতুন ভাবে লিখা শুরু করেছি এবং প্রতিটি নতুন টিউন থাকবে ভিডিও সহকারে।

 

 

নতুন ভাবে বেসিক কম্পিউটার থেকে এডভান্স লেভেল পর্যন্ত পর্যায়ক্রমে থাকবে আমার পর্ব। প্রতিটি পর্ব ভালোভাবে দেখুন, সিরিয়ালি দেখুন এবং আমার সাথে অনুশীলন করুন।

আজকের এই পর্ব থাকবে বেসিক কম্পিউটার নিয়ে। এই পর্বে মাইক্রোসফট ওয়ার্ড এর হোম মেনু এর টূলস নিয়ে আলোচনা করা হবে।

তো চলুন শুরু করা যাক।

আজকের সম্পুর্ণ ভিডিও  থাকবে ডিজাইন এবং পেজ লেয়াউট এ দুটি মেনু নিয়ে আলোচনা।

১।

থিম, ডকুমেন্ট স্টাইল, কালারস, ফন্টস, প্যারাগ্রাফ স্পেসিং, ইফেক্ট, ওয়াটার মার্ক, পেজ কালার, পেজ বর্ডার এই টুলস গুলা থাকবে ডিজাইন মেনুতে।

২।

মারজিন, অরিয়েন্টেশন, পেজ সাইজ, কলাম, ব্রেক, লাইন নাম্বার, ইনডেন্ট (লেফট, রাইট), স্পেসিং (বিফোর, আফটার), পজিশন, র‍্যাপ টেক্সট, এলাইন এই টুলস এর আলোচনা থাকবে পেজ লেয়াউট মেনু অংশে।

এই মেনুতে থাকা টুলস এর ব্যবহার নিয়ে আলোচনা থাকবে আমার ভিডিও টিওটোরিয়াল এ।

এত টুলস এর ব্যবহার লিখে বোঝানো সম্ভব হয়না এবং লিখতে গেলে অনেক লিখতে হয়।

ভিডিও দেখুন, কোন সমস্যা মনে হলে টিউমেন্ট করুন অথবা টিউমেন্ট করুন আর সেই সাথে নিয়মিত অনুশীলন করুন।

নিজে দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দেয়ার জন্য শেয়ার করুন।

তো আজ এই পর্যন্তই।

পরবর্তী পর্বে আবার দেখা হবে।

ততদিন সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Techtunes BD

Average rating:   0 reviews



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar