ad720-90

অ্যাপলের ফোল্ডএবল আসতে পারে ২০২১ সালে


ইউবিএস জানায়, “ধারণা করা হচ্ছে নিজেদের পণ্যে ফোল্ডএবল প্রযুক্তি যোগ করার আগে নির্মাণ খরচ কমিয়ে আনতে অ্যাপলকে আরও কাজ করতে হবে।”

ইউবিএস-এর জরিপে দেখা গেছে এক তৃতীয়াংশের বেশি গ্রাহক জানিয়েছেন, ফোল্ডএবল ফোন কিনতে তাদের যথেষ্টই আগ্রহ রয়েছে। অ্যাপল গ্রাহকরা ফোল্ডএবল পণ্যের জন্য বাড়তি ৬০০ মার্কিন ডলার গুণতেও রাজি আছেন বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট সিনেট।

ফোল্ডএবল পণ্যের বিষয়ে জানতে সিনেটের পক্ষ থেকে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ফোল্ডএবল ফোনের একটি পেটেন্টের নকশা আপডেট করেছে অ্যাপল।

এ বছরই মেইট এক্স ফোল্ডএবল ফোন উন্মোচন করেছে হুয়াওয়ে। সেপ্টেম্বরে বাজারে আসবে ডিভাইসটি। একই মাসে বাজারে আসবে স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ড। মোটোরলা এবং টিসিএলসহ অন্যান্য প্রতিষ্ঠানও কাজ করছে এই প্রযুক্তি নিয়ে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar